আজ, , ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» সিলেট জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা «» সিলেট জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা «» শহীদদের নিয়ে মামলার নামে দেশে ব্যবসা শুরু হয়েছে : সারজিস আলম «» সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ «» নামাজ পড়ে বাসায় যাওয়া হলো না পুলিশ সদস্যের «» ‘বিমানযাত্রার মতো সুস্থ থাকলে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে’ «» গণহত্যায় শহিদ পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ টাকা «» নতুন বাংলাদেশ বিনির্মানে বিএনপির নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ইলিয়াসপত্নী «» শান্তিগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অপসারণ দাবি «» সমন্বয়ক সেজে নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলার অভিযোগ: প্রতিবাদে মানববন্ধন





স্বাগতিকদের হারিয়ে যুব এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট :: সংযুক্ত আরব আমিরাতে এবার বসেছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। বাংলাদেশ তাদের মিশন শুরু করেছে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে। প্রথম ম্যাচেই যুবা টাইগারদের প্রতিপক্ষ ছিল স্বাগতিক দল। তবে জয় তুলে নিতে ভুল করেনি মাহফুজুর রহমান রাব্বির দল। সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। দুবাই আইসিসি একাডেমিতে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ২২৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ওপেনার ও উইকেটরক্ষক আশিকুর রহমান শিবলী দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন। ১০২ বলের ইনিংসে ৩টি চার আর একটি ছক্কা হাঁকান তিনি।

এছাড়া আরেক ওপেনার জিসান আলমের ব্যাট থেকে আসে ৫৬ বলে ৪২। তিনি বাউন্ডারি হাঁকান ৫টি। দুই ওপেনার ভালো করলেও এরপরের ব্যাটাররা তেমন সুবিধা করতে পারেননি।

চার নম্বরে নেমে আরিফুল ইসলাম করেন ২৪ বলে ২২। শেষদিকে রাফিউজ্জামান ১৭ বলে ১২ আর ইকবাল হোসেন ইমন ২ ছক্কায় ৮ বলেই ১৮ রান করে দলকে লড়াকু পুঁজি এনে দেন। আরব আমিরাতের ধ্রুব পারাশার ৪৪ রান খরচায় একাই নেন ৬টি উইকেট।

জবাবে অধিনায়ক মাহফুজুর রাব্বি আর পারভেজ রহমান জীবনের বোলিং তোপে একশর আগে (৯১ রানে) ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে আরব আমিরাত। শেষ পর্যন্ত ৪৭.৪ ওভারে তারা অলআউট হয় ১৬৭ রানে।

আরব আমিরাতের হয়ে সর্বোচ্চ স্কোরার হার্দিক পাই। ব্যাটারদের ব্যর্থতার পর নয় নম্বরে নেমে অপরাজিত ৩০ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া তানিস সুরি ২৭ আর মারুফ মারচেন্ট করেন ২৫ রান। মাহফুজুর রাব্বি আর পারভেজ জীবন নেন ৪টি করে উইকেট।

এখানে ক্লিক করে শেয়ার করুণ