আজ, , ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :
«» সিলেট-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা «» সুনামগঞ্জে গানে গানে বাউল কামালের ১২৪ তম জন্মবার্ষিকী পালিত «» খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন «» খেলা শুরুর আগেই দেখতে হলো লাল কার্ড «» ৫ দফা দাবিতে সিলেটে জামায়াতের প্রচার মিছিল «» আরিফুল হক চৌধুরীকে বয়কট করে মশাল মিছিল «» এখনই সময় এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য লড়াই চালিয়ে যাওয়ার- শান্তিগঞ্জে সাদিক কায়েম «» জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত «» জগন্নাথপুরে আমাদের সন্তান, আমাদের প্রার্থী- তালহা আলমকে এমপি বানাতে সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে অভূতপূর্ব ঐক্য «» দুই কারণে পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডন যাত্রা





বিশ্বকাপে পয়েন্ট টেবিলে কে কোথায়

স্পোর্টস ডেস্ক :: বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত করেছে বাংলাদেশ। পাকিস্তানের কাছে হারে পর নিশ্চিত হয় টাইগারদের বাড়ি ফেরা। আর কোনো সমীকরণ কিংবা সম্ভাবনা অবশিষ্ট থাকছে না সাকিবদের জন্য। পয়েন্ট টেবিলে যদিও নবম স্থানই ধরে রেখেছে বাংলাদেশ। এর পর আছে ইংল্যান্ড।

বিশ্বকাপের বাংলাদেশের বিপক্ষে জয়ে পাকিস্তান চলে এসেছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। ৬ পয়েন্ট নিয়ে এখনো সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রেখেছে বাবর আজমের দল। যদিও রানরেট তাদের খানিকটা অস্বস্তিতেই রাখবে। ৭ ম্যাচ শেষে তাদের নেট রানরেট -০.০২৪। বিশ্বকাপের সেমিতে যেতে হলে পরের দুই ম্যাচে জয়সহ আরও কিছু সমীকরণ টপকাতে হবে তাদের।

সেরা চারের লড়াইয়ে সবার ওপরে আছে বিশ্বকাপের আয়োজক ভারত। ৬ ম্যাচ থেকে ৬ জয় নিয়ে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে রোহিত শর্মার দল। সেমিফাইনালের টিকিট প্রায় নিশ্চিত তাদের। আগামীকাল শ্রীলংকার বিপক্ষে জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে ভারতের সেমিফাইনাল। এর পরেই আছে দক্ষিণ আফ্রিকা। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১০। তারাও প্রায় এক পা দিয়েই রেখেছে সেমিফাইনালে।

আজ বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেলেই, তারাও নিজেদের পুরোপুরি নিরাপদ ভাবতে পারে।

তৃতীয় আর চতুর্থ স্থান দখলে রেখেছে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। দুই দলই পেয়েছে ৮ পয়েন্ট। তাদেরকেই মূলত চ্যালেঞ্জ জানাচ্ছে পাকিস্তান। এখান থেকে পা হড়কালেই বিপত্তি।

পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের সঙ্গে সেমিতে ওঠার দৌড়ে টিকে আছে আফগানিস্তান এবং শ্রীলংকাও। ছয়ে থাকা আফগানদের পয়েন্ট ৬। সাতে আছে লঙ্কানরা। তাদের পয়েন্ট ৪। সমান পয়েন্ট নিয়ে কম রানরেটের কারণে আটে আছে নেদারল্যান্ডস। আর শেষ দুই স্থানে আছে বাংলাদেশ এবং ইংল্যান্ড।

এখানে ক্লিক করে শেয়ার করুণ