ছাতকে সিরাজগঞ্জে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে মানববন্ধন
- Update Time : ০২:৫৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
চান মিয়া :: সুনামগঞ্জের ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারে মায়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় সিরাজগঞ্জ বাজার কেন্দ্রিক সচেতন যুব ফোরামের উদ্যোগে বাজার সংলগ্ন সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় যুব ফোরামের আহবায়ক ছামির আহমদের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য সাইদুর রহমানের পরিচানায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রিয়াজুল ইসলাম তালেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মানিক। বক্তব্য রাখেন, মুরব্বী হাজী কালা মিয়া, এলখাছুর রহমান, মানিক মিয়া, আবদুল গফুর, জয়নাল আবেদীন ও যুব ফোরামের যুগ্ম আহবায়ক সাংবাদিক হেলাল আহমদ।
এসময় মাষ্টার ফখরুল ইসলাম, শরিয়ত আলী, আবদুল কাহার, আবদুল মন্নান, জরু মিয়া, সামাজিক সংগঠক ফখরুল হোসেন, ছ^াত্রনেতা মিজানুর রহমান সাঈদ, যুব ফোরামের আহবায়ক কমিটির সদস্য শামছুল ইসলাম, সামছুল ইসলাম, আশিকুর রহমান, মুহিন আহমদ ও দিলোয়ার হোসেন, সমাজকর্মী সৈয়দ আলমগীর হোসেন, ফারুক আহমদ, আবদুস শহিদ, সুমন আহমদ, ছাত্রনেতা জুবেদ আহমদ, আলীম উদ্দিন, হাফিজ নেছার আহমদ, হাফিজ ফরহাদ আহমদ, নজরুল ইসলাম, খুরশিদ আলম, বুরহান উদ্দিন, মহসিন আহমদ, সুলেলমান আহমদ, নাছির উদ্দিন, রুমেল আহমদ, মো. জাকারিয়া, এমরান আহমদসহ স্থনীয় কয়েকশতাধিক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, রোহিঙ্গাদের উপর চলা নির্যাতনের ষ্টীমলোর যেনআইয়ামে জাহেলিয়াতের যূগকেও হার মানিয়েছে। এতো হত্যা এতো নির্যাতন এরপরও কেন জাতিসংঘ নীরব ভূমিকা পালন করে আসছে? আর কতগুলো মুসলমানকে হত্যা করা হলে মানবাধিকার লংঘন হবে?
বক্তরা জাতিসংঘকে হুশিয়ারী উচ্চারণ করে বলেন, থাকিয়ে দেখুন ৫৬হাজার বর্গমাইলের বাংলাদেশের দিকে, এদেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষরা পর্যন্ত রোহিঙ্গাদের উপর চলা নির্মম নির্যাতনের প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে। অনতিবিলম্বে রোহিঙ্গা গণহত্যা বন্ধ করা না হলে শুধু বাংলাদেশ নয় বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে তা বন্ধ করার জন্যে প্রয়োজনে মায়ানমারের বিরুদ্ধে কার্যকর আন্দোলন শুরু করবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়।




























