লন্ডনে প্রধানমন্ত্রীর অফিসের সামনে রোহিঙ্গা গনহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
- Update Time : ০৪:১৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: রোহিঙ্গাদের রক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের জরুরী হস্তক্ষেপ দাবী করে বার্মার হতভাগ্য রোহিঙ্গাদের রক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের জরুরী হস্তক্ষেপ দাবী করেছেন ব্রিটেনের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। একিসাথে বার্মিজ আর্মিদের ট্রেনিংয়ের জন্য চলমান ব্রিটিশ অনুদান অবিলম্বে বন্ধ করতেও সরকারের প্রতি আহবান জানিয়েছেন তারা।
মিয়ানমারের ঘটনাকে ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম বর্বরতা উল্লেখ করে তারা বলছেন একটি জাতিগোষ্টিকে নি:শ্বেষ করে দিতে আরাকানে চলছে নিরব গনহত্যা। এদিকে এমপি রোশনারা আলী জানিয়েছেন মিয়ানমারে ব্রিটিশ অনুদান বন্ধে করা পার্লামেন্টারী পিটিশনে সাইন করেছেন এ পর্যন্ত ১৬২ জন এমপি।
বার্মিজ রোহিঙ্গা অরগানাইজেশন ইউকের সর্বশেষ তথ্য অনুযায়ী- এ পর্যন্ত আরাকানে হত্যা করা হয়েছে- ৪ হাজার নারী-পুরুষ এবং কুমলমতি শিশুদের। জ্বালিয়ে দেওয়া হয়েছে- গ্রামের পর গ্রাম। হাজার হাজার ঘরবাড়ি। জীবন বাচাঁতে- পাহাড়- জঙ্গল আর নদী পেড়িয়ে- বাংলাদেশে পাড়ি দিয়েছেন তিন লাখ অসহায় রোহিঙ্গা। অধুনিক দুনিয়ায় এমন- মধ্যযুগীয় বর্বরতার পরও- নিরব বিশ্ব মূরলরা।
আর তাই রোহিঙ্গা গনহত্যার প্রতিবাদে শনিবার লন্ডনের টেন ডাউনিং স্ট্রিটের সামনে প্রতিবাদ- বিক্ষোভে ফেটে পড়েন শত শত মানুষ। নোবেল জয়ী আং সাং সুচি এবং বার্মিজ আর্মি কমান্ডার মং অং লাই‘র বিরুদ্ধে জানান ধিক্কার আর প্রতিবাদ।
একি সাথে ব্রিটিশ সরকারের দেওয়া ফান্ডিং অবিলম্বে প্রত্যাহারের দাবী জানান প্রতিবাদকারীরা।
অপর দিকে শুক্রবার লন্ডন মুসলিম সেন্টারে আয়োজন করা হয় প্রতিবাদ সভা রোহিঙ্গা মুসলিম এন্ড দ্যা সাইলেন্ট জেনোসাইড নামের এই সভায় ছিলো হলভর্তি শত শত মানুষের উপস্থিতি। এতে বক্তৃতা করেন- ব্রিটিশ রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও বিভিন্ন সংস্থার শীর্ষ ব্যক্তিরা।
অনুষ্ঠানে রোশনারা আলী- তার বক্তৃতায় আরাকানের অসহায় মানুষের জন্য- সর্বাত্মক ক্যাম্ইেনের ঘোষনা দেন। বলেন- বার্মায় ব্রিটিশ ফান্ডি বন্ধে পরিালিত ক্যাম্পেনেইনে সাড়া দিচ্ছেন এমপিরা।
সভায় শেষে রোহিঙ্গাদের জন্য ফান্ড রেইজ করেন- ইমাম আজমল মসরুর। তাতে মাত্র ৩০মিনিটের মধ্যে সংগ্রিহিত হয় দেড় লাখ পাউন্ড।




























