ফলজ বৃক্ষরোপনে সকলকে এগিয়ে আসতে হবে: এমপি মানিক
- Update Time : ১১:৩৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক পরিবেশ ও মানব জীবনে বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ মানুষের পরম বন্ধু মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা কর্মকান্ডে বৃক্ষ অবদান রেখে চলেছে।
প্রত্যেককে বাড়ির আঙিনায় ফলজ ও বনজ বৃক্ষ রোপনের আহবান জানিয়ে এমপি বলেন সরকার সব সময় কৃষকদের পাশে রয়েছে এরই ধারাবাহিকতায় ছাতকে লিচুর গ্রাম নামে পরিচিত মানিকপুরের লিচু চাষিদের মধ্যে উন্নত জাতের লিচু গাছের চারা বিতরণ ও তাদেরকে সৌর বিদ্যুতের সোলার প্রদান করা হয়েছে। লিচু চাষিদের উৎসাহের জন্যে মানিকপুর, কচুদাইড়, গোদাবাড়ী ও দোয়ারাবাজারের লামাসানিয়া গ্রামের আরো উন্নয়ন করা হবে। চাষিরা যাতে তাদের লিচু সহজে বাজারজাত করতে পারে এজন্যে এলাকার রাস্তা-ঘাটেরও উন্নয়ন করা হচ্ছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ফলদ বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্ধোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা উদ্ভিদ সংরণ কর্মকর্তা আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড.খালেক কনক, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মাসুদ আহমদ, পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, আ’লীগ নেতা সৈয়দ আহমদ, ওসি (অপারেশন) মোস্তফা, মুক্তিযোদ্ধা আনোয়ার রহমান তোতা মিয়া, গোলাম মোস্তফা, ভাতগাঁও ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, আ’লীগ নেতা আফজাল হোসেন, আব্দুল আউয়াল চাষী রুস্তম আলী প্রমুখ।
মেলায় ফলদ বৃক্ষসহ বিভিন্ন প্রজাতির ১২টি ষ্টল অংশগ্রহন করে। এছাড়া মেলা উপলক্ষে শহরে র্যালী অনুষ্ঠিত হয়েছে। ফিতা কেটে মেলার উদ্বোধন, স্থানীয় কৃষকদের মধ্যে বিনামুল্যে উন্নত জাতের আম গাছের চারা বিতরণ ও প্রশিক্ষণ হলে কৃষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধনও করেছেন মুহিবুর রহমান মানিক এমপি।




























