খায়রুল হুদা চপলকে গ্রেফতারের প্রতিবাদে জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল
- Update Time : ০৯:৪৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ আগস্ট ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সুনামগঞ্জের হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে দায়েরকৃত মামলার অন্যতম আসামি ঠিকাদার ও জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১২টায় সিঙ্গাপুর পালাতে গিয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এপিবিএন এর এএসপি আশরাফুজ্জামানের নেতৃত্বে একটি টিম তাকে আটক করে। আটক করার পর চপল বিভিন্ন প্রভাবশালী ব্যাক্তির কাছে ফোন করে সাহায্য চাইলেও কেউ সাড়া দেননি। এপিবিএন খায়রুল হুদা চপলকে দুদকে হস্তান্তর করে। খায়রুল হুদা চপল ঠিকাদারি প্রতিষ্ঠান নূর ট্রেডিংয়ের স্বত্ত্বাধিকারী।
এ নিয়ে দুদকের মামলায় তিন জনকে গ্রেফতার করা হল। গ্রেফতারকৃত খায়রুল হুদা চপল বর্তমানে সুনামঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক। তিনি জেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের ছোট ভাই। বছর দু’য়েক আগে চপল জেলা যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পান। তবে খায়রুল হুদা চপলকে গ্রেফতারের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল বের করেছে জেলা যুবলীগ।
বুধবার বিকেল ৫টায় ট্রাফিক পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রিয় শহীদ মিনারের এক প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে বক্তারা বলেন, তারুণ্যের অহংকার ,যুব জাগরণের অগ্রদূত, সুদক্ষ সংগঠক, সুনামগঞ্জ জেলা যুবলীগের সংগ্রামী আহবায়ক খায়রুল হুদা চপল ভাইয়ের উপর, নব্য আওয়ামী নামধারী ষরযন্ত্র কারীদের দ্বারা দায়েরকৃত মিথ্যা হয়রানি মুলক মামলা প্রত্যাহারের দাবী জানান তারা।




























