১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিহত উদ্ধারকর্মীর প্রতি গভীর শোক প্রকাশ উদ্ধার হওয়া কিশোরদের
- Update Time : ০৫:২২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক :: থাইল্যান্ডের গুহায় প্রায় তিন সপ্তাহ আটকে থাকা কিশোররা উদ্ধারকাজে নিহত কর্মকর্তার প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
অশ্রুসিক্ত চোখে নিহত সামারন কুনানকে চিঠি লেখেন কিশোরেরা। চিঠিতে ধন্যবাদ জানিয়ে লেখেন, আমরা প্রতিজ্ঞা করছি তোমার মত অনেক ভালো মানুষ হবো। সারাজীবন তোমার এ ঋণের কথা আমাদের মনে থাকবে।
কর্তব্যরত চিকিৎসকেরা গত সপ্তাহে সিদ্ধান্ত নেন তারা কুনানের মৃত্যুর বিষয়টি কিশোরদের জানাবেন। এরপর কিশোরদের পরিবারের মাধ্যমে এ খবর তাদের জানানো হয়। একদল মনোরোগ বিশেষজ্ঞ কিশোরদের স্বাস্থ্যের দেখাশুনা করছে।
উল্লেখ্য, গত ৬ জুলাই গুহায় আটকে পড়া কিশোরদের অক্সিজেন সরবরাহ করতে গিয়ে সালমান কুনান নিহত হন।




























