বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- Update Time : ০৫:৫৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৮ জুলাই ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদের বৈঠক পূর্বলন্ডনের যুক্তরাজ্যস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দলের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মওলানা রেজাউল হকের সভাপতিত্বে ও কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য সাধারন সম্পাদক শায়েখ মাওলানা ফয়েজ আহমদের পরিচালনায় বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা আব্দুস সালাম, হাফিজ মাওলানা শায়েখ ইকবাল হোসাইন, শায়েখ মাওলানা ছালেহ আহমদ হামিদী,মাওলানা শাহনূর মিয়া, সহ সাধারন সম্পাদক মুফতী ছালেহ আহমদ, ব্যারিষ্টার মাওলানা বদরুল হক, মাওলানা নাজিম উদ্দিন,মাওলানা মুসলেহ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সৈয়দ শায়েখ মশহুদ আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুল হক কামালী, সহ বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, মাওলানা হাফিজ সৈয়দ শিহাব উদ্দিন, নির্বাহী সদস্য মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, মাওলানা মুহাম্মদ আল আমীন।
বৈঠকে ক্বোরআন তিলাওয়াত, রিপোর্ট পেশ ও পর্যালোচনা, পরিকল্পনা গ্রহণ, বিশেষত দলের কেন্দ্রীয় নায়বে আমীর আল্লামা যুবায়ের আহমদ আনসারীর যুক্তরাজ্য সফর উপলক্ষে লন্ডন, বার্মিংহাম ও লিডস- ব্রাডফোর্ড শাখার পক্ষ থেকে সাংগঠনিক প্রোগ্রামের বিশেষ পরিকল্পনা গ্রহণ, কেন্দ্রীয় কার্যালয় দারুল খিলাফাহ ক্রয় এর জন্য যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে এককালীন বিশেষ বায়তুলমাল কালেকশন, এহতেসাব, সভাপতির বক্তব্য, দুআ ও মোনাজাত কর্মসূচির অন্তভূক্ত ছিল। বিজ্ঞপ্তি



















