১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নেপালে কার্গো প্লেন বিধ্বস্ত, ২ পাইলট নিহত

  • Update Time : ১১:৩১:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: নেপালে খারাপ আবহাওয়ার কারণে বুধবার একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাইলট ও কো-পাইলট নিহত হয়েছে।

 

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, দ্য মাকালু বিমান সংস্থার কার্গো উড়োজাহাজটি উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। নেপালের উত্তরপশ্চিমের জেলা হুমলায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি ছিল এক ইঞ্জিনের সেসনা ২০৮বি মডেলের একটি গ্রান্ড ক্যারাভান। উড়োজাহাটির ধ্বংসাবশেষ ভূমি থেকে ১২ হাজার ৮০০ ফুট উচ্চতায় একটি পাহাড়ের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে।

 

হুমলা জেলার প্রধান মাধব প্রসাদ দুংগানা এএফপিকে বলেন, ‘ধারণা করা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে বিমানটি গতিপথ হারিয়ে ফেলে এবং পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।’

 

দুর্ঘটনাস্থল থেকে পাইলট ও কো-পাইলটের মৃতদেহ উদ্ধার করে রাজধানী কাঠমাণ্ডুতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

নেপালে সড়ক যোগাযোগ ব্যবস্থা খুব দুর্বল হওয়ায় দুর্গম পাহাড়ি এলাকার মানুষজন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পরিবহনের জন্য উড়োজাহাজের ওপরের বেশি নির্ভরশীল। তবে অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ ও খারাপ ব্যবস্থাপনার কারণে দেশটিতে প্রায়ই আকাশপথে এ ধরনের দুর্ঘটনা ঘটে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

নেপালে কার্গো প্লেন বিধ্বস্ত, ২ পাইলট নিহত

Update Time : ১১:৩১:২২ অপরাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: নেপালে খারাপ আবহাওয়ার কারণে বুধবার একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাইলট ও কো-পাইলট নিহত হয়েছে।

 

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, দ্য মাকালু বিমান সংস্থার কার্গো উড়োজাহাজটি উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। নেপালের উত্তরপশ্চিমের জেলা হুমলায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি ছিল এক ইঞ্জিনের সেসনা ২০৮বি মডেলের একটি গ্রান্ড ক্যারাভান। উড়োজাহাটির ধ্বংসাবশেষ ভূমি থেকে ১২ হাজার ৮০০ ফুট উচ্চতায় একটি পাহাড়ের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে।

 

হুমলা জেলার প্রধান মাধব প্রসাদ দুংগানা এএফপিকে বলেন, ‘ধারণা করা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে বিমানটি গতিপথ হারিয়ে ফেলে এবং পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।’

 

দুর্ঘটনাস্থল থেকে পাইলট ও কো-পাইলটের মৃতদেহ উদ্ধার করে রাজধানী কাঠমাণ্ডুতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

নেপালে সড়ক যোগাযোগ ব্যবস্থা খুব দুর্বল হওয়ায় দুর্গম পাহাড়ি এলাকার মানুষজন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পরিবহনের জন্য উড়োজাহাজের ওপরের বেশি নির্ভরশীল। তবে অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ ও খারাপ ব্যবস্থাপনার কারণে দেশটিতে প্রায়ই আকাশপথে এ ধরনের দুর্ঘটনা ঘটে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ