যুক্তরাজ্যে খেলাফত মজলিসের দ্বীমাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত
- Update Time : ১১:০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার দ্বীমাসিক নির্বাহী বৈঠক শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা শাহ মিজানুল হকের পরিচালনায় বার্মিংহামের আস্টনস্ত দারুসসুন্নাহ একাডেমির হলরুমে নির্বাহী বৈঠক অনুষ্টিত হয়।
শাখা সমুহের রিপোর্ট পেশ পর্যালাচনা ও দ্বীমাসিক পরিকল্পনা গ্রহন করা হয়।
নির্বাহী বৈঠকে উপস্থিত থেকে গুরুত্বপু্র্ন আলোচনা পেশ করেন শায়খুল হাদিস মাওলানা আব্দুশ শহিদ ছাম্পারকান্দি।
বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য সহ সভাপতি মুফতি তাজুল ইসলাম, ক্বারী আব্দুল মুকিত আজাদ, মাওলানা শওকত আলী, মাওলানা গোলাম মোহায়মীন চৌধুরী ফরহাদ, যুগ্ম সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবির, সহ সেক্রেটারী মাওলানা আব্দুল করিম, আ ফ ম শুয়াইব, আব্দুল করিম উবায়েদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামরুল হাসান খান, দাওয়াহ সম্পাদক মাওলানা আতাউর রহমান জাকির, লন্ডন মহানগরী সভাপতি মাওলানা এনামুল হক, মাওলানা নোমান উদ্দীন। প্রমুখ।
এদিকে বালাকোট দিবস ও ৬ ই মে শাপলা চত্বরে আওয়ামীলীগ সরকারের জুলুম, নির্যাতন, ও হামলায় আলেম উলামা ও ছাত্রদের শহিদ স্বরনে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও দোয়া পরিচালনা করেন সংগঠনের যুক্তরাজ্য সভাপতি মাওলানা সাদিকুর রহমান।



















