১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় প্রথম শাস্তি জেল

  • Update Time : ০৫:৪৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ফেক নিউজ বা ভুয়া খবর বিরোধী আইনে মালয়েশিয়ায় প্রথম এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। তিনি একজন ডেনিশ নাগরিক।

 

অভিযুক্ত ব্যক্তির নাম সালাহ সালেম সালেহ সুলাইমান (৪৬)। তার বিরুদ্ধে মালয়েশিয়ায় সদ্য কার্যকর করা এন্টি ফেক নিউজ অ্যাক্টের অধীনে অভিযোগ আনা হয়েছে। কিন্তু অভিযুক্ত ব্যক্তি বলেছেন, তিনি মালয়েশিয়ায় গিয়েছেন মাত্র ১০ দিন। এ আইন সম্পর্কে তিনি কিছুই জানেন না।

 

এ খবর দিয়েছে মালয়েশিয়ার অনলাইন দ্য স্টার। এতে বলা হয়েছে, হামাসের সন্দেহজনক সদস্য বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার ড. ফাদি আলবাতশকে হত্যার বিষয়ে একটি ভিডিও প্রচার করেছে সুলাইমান। এটি একটি ভুয়া খবর। এর অধীনে তাকে অভিযুক্ত করে এক সপ্তাহ জেল দেয়া হয়েছে। সঙ্গে জরিমানা করা হয়েছে ১০ হাজার রিঙ্গিত।

 

উল্লেখ্য, ড. ফাদিকে গত ২১ শে এপ্রিল সকাল ৬টায় হত্যা করা হয় মালয়েশিয়ার জালান মেরান্তি এলাকায়। তখন তিনি ফজরের নামাজ আদায় করতে বেরিয়েছিলেন। ওই সময় তাকে খুব কাছ থেকে অস্ত্রধারী দু’ব্যক্তি কমপক্ষে ১০টি গুলি করে। এরপর তারা মোটর সাইকেলে করে পালিয়ে যায়। এ নিয়ে একটি ভিডিও তৈরি করে অভিযুক্ত সুলাইমান।

 

তাতে তিনি বলেন, ফিলিস্তিনি ওই লেকচারারকে যখন গুলি করা হয় তখন তার সঙ্গে ছিলেন তিনি। তখন পুলিশকে অসংখ্যবার ফোন করেন তিনি। কিন্তু ঘটনার ৫০ মিনিট পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। এক ঘন্টা পরে সেখানে পৌঁছে একটি এম্বুলেন্স। এই ভিডিওটি মালয়েমিয়ার সাইবার কোর্ট প্লে করে দেখে। এক্ষেত্রে সুলাইমানকে অপরাধী হিসেবে দেখানো হয়েছে। উল্লেখ্য, তার রয়েছে তিন জন স্ত্রী ও ছয়টি ছেলেমেয়ে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মালয়েশিয়ায় প্রথম শাস্তি জেল

Update Time : ০৫:৪৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮

ডেস্ক রিপোর্ট :: ফেক নিউজ বা ভুয়া খবর বিরোধী আইনে মালয়েশিয়ায় প্রথম এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। তিনি একজন ডেনিশ নাগরিক।

 

অভিযুক্ত ব্যক্তির নাম সালাহ সালেম সালেহ সুলাইমান (৪৬)। তার বিরুদ্ধে মালয়েশিয়ায় সদ্য কার্যকর করা এন্টি ফেক নিউজ অ্যাক্টের অধীনে অভিযোগ আনা হয়েছে। কিন্তু অভিযুক্ত ব্যক্তি বলেছেন, তিনি মালয়েশিয়ায় গিয়েছেন মাত্র ১০ দিন। এ আইন সম্পর্কে তিনি কিছুই জানেন না।

 

এ খবর দিয়েছে মালয়েশিয়ার অনলাইন দ্য স্টার। এতে বলা হয়েছে, হামাসের সন্দেহজনক সদস্য বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার ড. ফাদি আলবাতশকে হত্যার বিষয়ে একটি ভিডিও প্রচার করেছে সুলাইমান। এটি একটি ভুয়া খবর। এর অধীনে তাকে অভিযুক্ত করে এক সপ্তাহ জেল দেয়া হয়েছে। সঙ্গে জরিমানা করা হয়েছে ১০ হাজার রিঙ্গিত।

 

উল্লেখ্য, ড. ফাদিকে গত ২১ শে এপ্রিল সকাল ৬টায় হত্যা করা হয় মালয়েশিয়ার জালান মেরান্তি এলাকায়। তখন তিনি ফজরের নামাজ আদায় করতে বেরিয়েছিলেন। ওই সময় তাকে খুব কাছ থেকে অস্ত্রধারী দু’ব্যক্তি কমপক্ষে ১০টি গুলি করে। এরপর তারা মোটর সাইকেলে করে পালিয়ে যায়। এ নিয়ে একটি ভিডিও তৈরি করে অভিযুক্ত সুলাইমান।

 

তাতে তিনি বলেন, ফিলিস্তিনি ওই লেকচারারকে যখন গুলি করা হয় তখন তার সঙ্গে ছিলেন তিনি। তখন পুলিশকে অসংখ্যবার ফোন করেন তিনি। কিন্তু ঘটনার ৫০ মিনিট পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। এক ঘন্টা পরে সেখানে পৌঁছে একটি এম্বুলেন্স। এই ভিডিওটি মালয়েমিয়ার সাইবার কোর্ট প্লে করে দেখে। এক্ষেত্রে সুলাইমানকে অপরাধী হিসেবে দেখানো হয়েছে। উল্লেখ্য, তার রয়েছে তিন জন স্ত্রী ও ছয়টি ছেলেমেয়ে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ