যুক্তরাজ্য খেলাফত মজলিসের নির্বাহী সভা অনুষ্ঠিত
- Update Time : ০১:৫৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ মার্চ ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নির্বাহী সভা গত ১০ মার্চ ২০১৮, লন্ডনস্থ আলহুদা সেন্টারে শাখা সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হকের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের সাংগঠনিক মাস উপলক্ষে কেন্দ্রীয় সার্কুলার পেশ করে শাখার দ্বিমাসিক পরিকল্পনা গ্রহন করা হয়। বিভিন্ন শাখা সমুহের রিপোর্ট পেশ ও পর্যালোচনা করে পরিকল্পনার আলোকে সাংগঠনিক বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্দান্ত গৃহিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ইউরোপের প্রধান পরিচালক অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ।
নির্বাহীর শুরুতে পবিত্র দারসে কোরআন পেশ করেন, শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করীম মামরখানী এতে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, যুক্তরাজ্যের সাবেক সাধারণ সম্পাদক ও ইউরুপের সহকারী পরিচালক আলহাজ্ব সদরুজ্জামান খান।
এতে আরও উপস্থিত ছিলেন, শাখার সহ সভাপতি মুফতি তাজুল ইসলাম, সহ সভাপতি ক্বারী আব্দুল মুকিত আজাদ, সহ সভাপতি মাওলানা শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হাসান ছাবির, সহ সাধারণ সম্পাদক মাওলানা আ ফ ম শুয়াইব, সহ সাধারণ সম্পাদক আব্দুল করিম উবায়েদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা তায়ীদুল ইসলাম, দাওয়া সম্পাদক মাওলানা আতাউর রহমান জাকির, নির্বাহী সদস্য হাফিজ সাদিকুর রহমান, সৈয়দ কবির আহমদ, লন্ডন সিটির সভাপতি মাওলানা এনামুল হক, সাধারণ সম্পাদক মাওলানা আনিছুর রহমান, কেমব্রিজ শাখার সভাপতি মাওলানা নোমান আহমদ প্রমুখ।
উল্লেখ্য নির্বাহী সদস্য সৈয়দ কবির আহমদ সংগঠনের সদস্য মনোনীত হওয়ায় তাকে সদস্য শপথ পাঠ করান কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ইউরোপের প্রধান পরিচালক অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ।



























