০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘অনুপ্রবেশকারীদের’ ফেরাতে কাজ শুরু করেছে মিয়ানমার : সু চি

  • Update Time : ০৪:১৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের (রোহিঙ্গা) ফিরিয়ে নিতে কাজ শুরু করেছে মিয়ানমার। মিয়ানমার সফররত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে এক বৈঠকে দেশটির কার্যত সরকার প্রধান স্টেট কাউন্সিলার অং সান সু চি এ কথা জানান।

 

বাংলাদেশ সময় বুধবার সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সুচি বলেছেন, বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে তার সরকার কাজ শুরু করেছে। কফি আনান কমিশন বাস্তবায়নেও তার সরকার কাজ করছে।

 

 

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সু চিকে বাংলাদেশ সফর করার আমন্ত্রণ জানান আসাদুজ্জামান খান কামাল। আমন্ত্রণ গ্রহণ করে দুই দেশের সুবধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন সুচি।

 

বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ৫ পয়েন্টস এবং কফি আনান কমিশনের সুপারিশের ভিত্তিতেই অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত নেয়ার প্রক্রিয়া শুরু হবে। সুচিকে সিনিয়র অফিসিয়ালস ও স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত সমূহ অবহিত এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত জানিয়েছেন আসাদুজ্জামান খান কামাল। সু চি এ ব্যাপারে একমত হয়েছেন।

 

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অনুপ্রবেশকারীদের দ্রুত ফিরিয়ে না নিলে এদের অনেকেই সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িয়ে যেতে পারে। তখন পরিস্তিতি বাংলাদেশ ও মিয়ানমার কারো অনুকূলে থাকবে না।

 

মাদকের অবৈধপাচার বিশেষত ইয়াবার ভয়াবহতার ব্যাপারে সু চিকে অবহিত করা হলে সু চি নিজেই বলেন তার দেশের যুবসমাজও ইয়াবায় আসক্ত। বাংলাদেশে ইয়াবা পাচার বন্ধে তার (মিয়ানমার) সীমান্ত বন্ধ করবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

‘অনুপ্রবেশকারীদের’ ফেরাতে কাজ শুরু করেছে মিয়ানমার : সু চি

Update Time : ০৪:১৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের (রোহিঙ্গা) ফিরিয়ে নিতে কাজ শুরু করেছে মিয়ানমার। মিয়ানমার সফররত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে এক বৈঠকে দেশটির কার্যত সরকার প্রধান স্টেট কাউন্সিলার অং সান সু চি এ কথা জানান।

 

বাংলাদেশ সময় বুধবার সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সুচি বলেছেন, বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে তার সরকার কাজ শুরু করেছে। কফি আনান কমিশন বাস্তবায়নেও তার সরকার কাজ করছে।

 

 

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সু চিকে বাংলাদেশ সফর করার আমন্ত্রণ জানান আসাদুজ্জামান খান কামাল। আমন্ত্রণ গ্রহণ করে দুই দেশের সুবধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন সুচি।

 

বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ৫ পয়েন্টস এবং কফি আনান কমিশনের সুপারিশের ভিত্তিতেই অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত নেয়ার প্রক্রিয়া শুরু হবে। সুচিকে সিনিয়র অফিসিয়ালস ও স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত সমূহ অবহিত এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত জানিয়েছেন আসাদুজ্জামান খান কামাল। সু চি এ ব্যাপারে একমত হয়েছেন।

 

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, অনুপ্রবেশকারীদের দ্রুত ফিরিয়ে না নিলে এদের অনেকেই সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িয়ে যেতে পারে। তখন পরিস্তিতি বাংলাদেশ ও মিয়ানমার কারো অনুকূলে থাকবে না।

 

মাদকের অবৈধপাচার বিশেষত ইয়াবার ভয়াবহতার ব্যাপারে সু চিকে অবহিত করা হলে সু চি নিজেই বলেন তার দেশের যুবসমাজও ইয়াবায় আসক্ত। বাংলাদেশে ইয়াবা পাচার বন্ধে তার (মিয়ানমার) সীমান্ত বন্ধ করবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ