ছাতকের গোবিন্দগঞ্জ কলেজে আইসিটি ভবন নির্মাণ করা হবে : এমপি মানিক
- Update Time : ০৪:৩৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জেরর ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একটি আলাদা আইসিটি ভবন শীঘ্রই নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামবাংলার শিক্ষা উন্নয়নে অত্যন্ত আন্তরিক। ছাতক-দোয়ারার শিক্ষার মৌলিক অবকাঠামো ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তন আরো আসবে। কলেজের অনার্স বিষয়ে আরো দু’টি বিষয় অনুমোদনের অপেক্ষায় আছে। আগামী মাস দুয়েকের মধ্যে আমরা অনুমোদন পেয়ে যাবো। রবিবার সকালে কলেজ গভর্নিংবডির সভায় সভাপতির বক্তব্যে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এ কথাগুলো বলেন।
সভায় গভর্নিংবডির সদস্য তাপস দাশ পুরকায়স্থ দৈনিক উত্তরপূর্ব’র নির্বাহী সম্পাদকের দায়িত্ব গ্রহণ করায় তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানান গভর্নিংবডি ও কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
সভায় কলেজের মসজিদ, উপবৃত্তিসহ অন্যান্য বিবিধ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গভর্নিংবডির সভা পরিচালনা করেন কমিটির সদস্য সচিব কলেজ অধ্যক্ষ সুজাত আলী রফিক।
এসময় উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট আবুল কালাম, মো. তৈয়ব আলী, উপাধ্যক্ষ মহি উদ্দিন, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, চেয়ারম্যান গয়াস আহমদ, সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ, মো. মুজিবুর রহমান, মাসুদুর রউফ শাহিন, ডা. আব্দুল হাই আল মনসুর,
অধ্যাপক রতি লাল রায়, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, অধ্যাপক জান্নাত আরা খান। প্রেস বিজ্ঞপ্তি



















