০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে লাঠির আঘাতে যুবলীগ নেতা অাহত

  • Update Time : ০৭:০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগরে শুক্রবার দুপুরে মাসুদ রানা পারভেজ (৩২) নামে এক যুবলীগ কর্মীর লাঠির আঘাতে মধ্যনগর থানা যুবলীগের সাধারন সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, মধ্যনগর থানা যুবলীগের সাধারন সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকারের সাথে মধ্যনগর থানাধীন চামরদানী গ্রামের মৃত আকবর আলীর ছেলে যুবলীগ কর্মী মাসুদ রানা পারভেজের গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ পাইয়ে দেয়ার ঘটনা নিয়ে তাদের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে শুক্রবার দুপুর আড়াইটার দিকে মধ্যনগর থানা যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকারসহ ৪-৫ জন থানা আওয়ামীলীগের একাংশের সভাপতি গিয়াস উদ্দিন নূরীর ব্যক্তিগত চেম্বারে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করছিল। এসময় যুবলীগ কর্মী মাসুদ রানা পারভেজ একটি লাঠি নিয়ে স্বজোড়ে বিদ্যুৎ কান্তির মাথায় আঘাত করে দৌড়ে পালিয়ে যায়।

পরে তার সাথে থাকা লোকজন বিদ্যুৎকে ঘটনা স্থল থেকে উদ্ধার করে দ্রুত পাশের কলমাকান্দা উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করলে সেখানে তার অবস্থার অবনততি দেখে কর্তব্যরত চিকিৎসক বিদ্যুৎকে ওই দিন বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মো.মুস্তাক আহম্মেদ এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন,ঘনার পরপরই আমরা মধ্যনগর বাজারে বিক্ষোভ মিছিল করে মাসুদ রানা পারভেজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছি।
মধ্যনগর থানার ওসি মো. সেলিম নেওয়াজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ বিষয়ে থানায় এখনও পর্যন্ত কোন মামলা হয়নি। তার পরও আমরা মাসুদ রানাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে লাঠির আঘাতে যুবলীগ নেতা অাহত

Update Time : ০৭:০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগরে শুক্রবার দুপুরে মাসুদ রানা পারভেজ (৩২) নামে এক যুবলীগ কর্মীর লাঠির আঘাতে মধ্যনগর থানা যুবলীগের সাধারন সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, মধ্যনগর থানা যুবলীগের সাধারন সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকারের সাথে মধ্যনগর থানাধীন চামরদানী গ্রামের মৃত আকবর আলীর ছেলে যুবলীগ কর্মী মাসুদ রানা পারভেজের গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ পাইয়ে দেয়ার ঘটনা নিয়ে তাদের মধ্যে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে শুক্রবার দুপুর আড়াইটার দিকে মধ্যনগর থানা যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকারসহ ৪-৫ জন থানা আওয়ামীলীগের একাংশের সভাপতি গিয়াস উদ্দিন নূরীর ব্যক্তিগত চেম্বারে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করছিল। এসময় যুবলীগ কর্মী মাসুদ রানা পারভেজ একটি লাঠি নিয়ে স্বজোড়ে বিদ্যুৎ কান্তির মাথায় আঘাত করে দৌড়ে পালিয়ে যায়।

পরে তার সাথে থাকা লোকজন বিদ্যুৎকে ঘটনা স্থল থেকে উদ্ধার করে দ্রুত পাশের কলমাকান্দা উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করলে সেখানে তার অবস্থার অবনততি দেখে কর্তব্যরত চিকিৎসক বিদ্যুৎকে ওই দিন বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মো.মুস্তাক আহম্মেদ এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন,ঘনার পরপরই আমরা মধ্যনগর বাজারে বিক্ষোভ মিছিল করে মাসুদ রানা পারভেজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছি।
মধ্যনগর থানার ওসি মো. সেলিম নেওয়াজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ বিষয়ে থানায় এখনও পর্যন্ত কোন মামলা হয়নি। তার পরও আমরা মাসুদ রানাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ