সুনামগঞ্জে বিদেশী রিভলবারসহ সন্ত্রাসী গ্রেপ্তার
- Update Time : ০৩:২৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ আগস্ট ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা এলাকা থেকে বিদেশি রিভলবারসহ মোঃ রুপচাঁন মিয়া (৩৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দলের সদস্যরা।
মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ৬ ঘটিকায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত রুপচাঁন মিয়া সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার বাঁশতলা গ্রামের মোঃ জালাল উদ্দিন পুত্র।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব) এর সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসী রুপচাঁন মিয়া পালানোর চেষ্টা করে। পরে র্যাবের সোর্সের সহযোগিতায় আসামি রুপচাঁন মিয়াকে একটি বিদেশি রিভলবারসহ আটক করতে সক্ষম হয় র্যাব-৯।
ধৃত আসামি রুপচাঁন মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, সে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র চোরাচালান এর মাধ্যমে দেশে নিয়ে আসতো এবং তার নিজ হেফাজতে রেখে সন্ত্রাসী কর্মকান্ড- পরিচালনা করে ও কিছু কিছু সময়ে এই অস্ত্র ভাড়া দিতো সে। এছাড়াও এলাকাতে চুরি, ডাকাতি, মারামারি ও নানাবিধ অপরাধের সাথে তার জড়িতের কথা সে স্বীকার করেছে। রুপচাঁন মিয়া এলাকায় ত্রাস হিসেবেও পরিচিত। এর আগেও রুপচাঁন মিয়া অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলো।
উদ্ধারকৃত অস্ত্র এবং গ্রেফতারকৃত আসামীকে সুনামাগঞ্জ জেলার দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯ জানায়।




























