সুনামগঞ্জে ঋণের চাপে যুবকের আত্মহত্যা
- Update Time : ০৬:১৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জ পৌর এলাকার হাজীপাড়ায় কয়েস আহমদ(২৫) নামে এক যুবক ঋণের চাপে আত্মহত্যা করেছে। হাজীপাড়া বসুন্দরা এলাকার খলিল আহমদের ছেলে কয়েস আহমদ। শনিবার রাত ১০টায় বাসার সিলিং প্যানে ওড়না পেছিয়ে এই যুবক আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছেন। স্থানীয় সুত্রে জানা গেছে, অকাল বন্যায় হাওর তলিয়ে যাওয়ায় সংসার চালাতে ঋণগ্রস্ত হয়ে পড়ে কয়েস।
ঋণের টাকা পরিশোধ করতে না পারায় আত্মহত্যা করে। আত্মহত্যার আগে কাগজে লিখে যান আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ঋণের চাপে আমি নিজে নিজেই আত্মহত্যা করেছি। তবে স্থানীয়দের দাবী তার আত্মহত্যার সময় কেউ বাড়িতে ছিল না। কয়েসের স্ত্রী ছিল তার বাপের বাড়িতে। এ ব্যপারে সদর থানার এস আই মো. জাহাঙ্গীর আলম জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কয়েসের লাশ নামিয়ে থানায় নিয়ে এসেছি।
লাশটির ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে কয়েস আত্মহত্যা করার পূর্বে একটা সাদা কাগজে লিখে গেছে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এই ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।



















