সুনামগঞ্জের দিরাই-সিলেট সড়কের ব্রীজ ভেঙ্গে যোগাযোগ ব্যবস্থা বন্ধ
- Update Time : ০৬:০৪:২১ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপুর খালের উপর ষ্টীলের ব্রীজটি মালবাহী ট্রাক পার হওয়ার সময় ভেঙ্গে পড়েছে।এতে ট্রাকের ড্রাইভারসহ দুই জন আহত হয়েছে। সকাল ১০টায় সুনামগঞ্জের দিরাই-সিলেট আন্তঃজেলা সড়কের দরগাপুর এলাকায় ঘটনাটি ঘটে। ব্রীজটি ভেঙ্গে পড়ায় সিলেটসহ সারা দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছে তিন উপজেলার লক্ষাধিক মানুষ। সকাল ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ, দিরাই ও মদনপুর সড়কে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে ষ্টীলের ব্রীজগুলো। কর্তৃপক্ষ এই ঝুঁকিপূর্ণ ব্রীজগুলোতে কোনো সতর্কবার্তা দেননি। ফলে কয়েক মাস পর পরই দিরাই মদনপুর সড়কে ব্রীজ ভেঙ্গে যাওয়ার ঘটনা ঘটে। এছাড়াও দিরাই মদনপুর সড়কে সম্প্রসারনের কাজ কাজ চলছে। ঝুঁকিপূর্ণ ভাবেই প্রতিদিন এই সড়ক দিয়ে বাস, লেগুনা, লাইটেস, ও ঢাকার নাইটকোর্র্স গাড়ি চলাচল করে। ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় সরাসরি যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। মেরামত না হওয়া পর্যন্ত সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম। দরগাপুর গ্রামের লতিফ মিয়া জানান বুধবার সকালে একটি মালবাহী ট্রাক পার হওয়ার সময় ব্রীজের উত্তর পার থেকে দক্ষিন পারে পৌছলে ষ্টীল ব্রীজের স্টাকচারের সাথে ধাক্কা খেলে ব্রীজটি ভেঙ্গে ট্রাকটি খালে পড়ে যায়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের সাথে যোগযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। এই ব্রীজ ভেঙ্গে যাওয়ায় তিন উপজেলার প্রায় ৭ লাখ মানুষ যোগাযোগের দুর্ভোগে পড়েছে। সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, ব্রীজটি ভেঙ্গে যাওয়ার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভেঙ্গে যাওয়া ব্রীজটি মেরামতের জন্য কাজ শুরু হয়েছে। আশা করা যাচ্ছে দুই তিন দিনের মধ্যে ব্রীজটি মেরামত করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক ফিরিয়ে আনা হবে।



















