০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাজ্য বিএনপির প্রশ্নবিদ্ধ কাউন্সিল বয়কটে বিপাকে নির্বাচন কমিশনার

  • Update Time : ১২:২৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারি ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: যুক্তরাজ্য বিএনপির আগামী ১৫ জানুয়ারীর অনুষ্টেয় কাউন্সিলকে ঘিরে বিগত দুই সপ্তাহ ধরে উত্তপ্ত ছিলো রাজনীতির মাঠ। কাউন্সিলকে কেন্দ্র করে নেতাকর্মীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিল। প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত আখ্যায়িত করে ৫ জন প্রার্থীর কাউন্সিল বয়কটের ঘোষনায় বিপাকে পড়েছেন কাউন্সিল পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার। অনুসন্ধান জরিপে জানা যায় মাত্র এক সপ্তাহ সময় হাতে নিয়ে প্রথম কাউন্সিল ঘোষনা করেছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। কিন্তু কাউন্সিলের আগের দিন পর্যন্ত যুক্তরাজ্য বিএনপি অন্য কোন নেতা জানতেন না কোথায় কিভাবে কাউন্সিল অনুষ্টান হবে এবং কারা হবেন কাউন্সিলের ভোটার। শেষ পর্যন্ত নেতাকর্মীদের চাপ এবং প্রতিবাদের মুখে আগের দিন সন্ধ্যায় কাউন্সিল অনুষ্টান বাতিল ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক ঘোষিত কাউন্সিলে অনিয়ম ও অস্বচ্ছতা ছিল বলে স্বীকার করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন কাউন্সিল অনুষ্টান করার আশ্বাস প্রদান করেন। পরে ৫ই জানুয়ারি যুক্তরাজ্য বিএনপির এক অনুষ্টানে ১৫ জানুয়ারি কাউন্সিলের নতুন তারিখ ঘোষণা করেন মাহিদুর রহমান। মাত্র ৫ কর্মদিবস হাতে রেখে কাউন্সিলের তারিখ ঘোষণাকে নির্বাচন কমিশনারের অপরিপক্ষতা বলে দাবি করে আসছিলেন কেউ কেউ। ৩ কর্মদিবস হাতে রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। প্রার্থীরা সময় চেয়ে নির্বাচন কমিশনারের কাছে আবেদন করলে কেন্দ্রীয় বিএনপির অনড় সিদ্ধান্তের কথা সাফ জানিয়ে দেন মাহিদুর রহমান।কাউন্সিল বয়কটকারী প্রার্থীগণ ও একাধিক নেতাকর্মীর সাথে আলাপকালে তারা বলেন, আগামী দিনের আন্দোলন- সংগ্রাম সফল করতে মাঠের পরিক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করণে প্রশ্নবিদ্ধ কাউন্সিল স্থগিত করে সুষ্ঠু ও স্বচ্ছ কাউন্সিল আয়োজনের জোর দাবী জানান। তারা আরো বলেন এই নির্বাচন কমিশনের গর্ভ থেকে কোন বিতর্কিত কমিটি গঠিত হলে, সেটা সারা জীবন অনন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে যুক্তরাজ্য বিএনপির ইতিহাসে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

যুক্তরাজ্য বিএনপির প্রশ্নবিদ্ধ কাউন্সিল বয়কটে বিপাকে নির্বাচন কমিশনার

Update Time : ১২:২৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারি ২০১৮

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: যুক্তরাজ্য বিএনপির আগামী ১৫ জানুয়ারীর অনুষ্টেয় কাউন্সিলকে ঘিরে বিগত দুই সপ্তাহ ধরে উত্তপ্ত ছিলো রাজনীতির মাঠ। কাউন্সিলকে কেন্দ্র করে নেতাকর্মীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিল। প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত আখ্যায়িত করে ৫ জন প্রার্থীর কাউন্সিল বয়কটের ঘোষনায় বিপাকে পড়েছেন কাউন্সিল পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার। অনুসন্ধান জরিপে জানা যায় মাত্র এক সপ্তাহ সময় হাতে নিয়ে প্রথম কাউন্সিল ঘোষনা করেছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। কিন্তু কাউন্সিলের আগের দিন পর্যন্ত যুক্তরাজ্য বিএনপি অন্য কোন নেতা জানতেন না কোথায় কিভাবে কাউন্সিল অনুষ্টান হবে এবং কারা হবেন কাউন্সিলের ভোটার। শেষ পর্যন্ত নেতাকর্মীদের চাপ এবং প্রতিবাদের মুখে আগের দিন সন্ধ্যায় কাউন্সিল অনুষ্টান বাতিল ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক ঘোষিত কাউন্সিলে অনিয়ম ও অস্বচ্ছতা ছিল বলে স্বীকার করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন কাউন্সিল অনুষ্টান করার আশ্বাস প্রদান করেন। পরে ৫ই জানুয়ারি যুক্তরাজ্য বিএনপির এক অনুষ্টানে ১৫ জানুয়ারি কাউন্সিলের নতুন তারিখ ঘোষণা করেন মাহিদুর রহমান। মাত্র ৫ কর্মদিবস হাতে রেখে কাউন্সিলের তারিখ ঘোষণাকে নির্বাচন কমিশনারের অপরিপক্ষতা বলে দাবি করে আসছিলেন কেউ কেউ। ৩ কর্মদিবস হাতে রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। প্রার্থীরা সময় চেয়ে নির্বাচন কমিশনারের কাছে আবেদন করলে কেন্দ্রীয় বিএনপির অনড় সিদ্ধান্তের কথা সাফ জানিয়ে দেন মাহিদুর রহমান।কাউন্সিল বয়কটকারী প্রার্থীগণ ও একাধিক নেতাকর্মীর সাথে আলাপকালে তারা বলেন, আগামী দিনের আন্দোলন- সংগ্রাম সফল করতে মাঠের পরিক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করণে প্রশ্নবিদ্ধ কাউন্সিল স্থগিত করে সুষ্ঠু ও স্বচ্ছ কাউন্সিল আয়োজনের জোর দাবী জানান। তারা আরো বলেন এই নির্বাচন কমিশনের গর্ভ থেকে কোন বিতর্কিত কমিটি গঠিত হলে, সেটা সারা জীবন অনন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে যুক্তরাজ্য বিএনপির ইতিহাসে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ