যুক্তরাজ্য বিএনপির কাউন্সিলে গোপন ভোটে নির্বাচিত হবে নতুন নেতৃত্ব
- Update Time : ০২:২৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশে আগামী ১৫ জানুয়ারী অনুষ্ঠেয় যুক্তরাজ্য বিএনপির কাউন্সিলকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।প্রাণচাঞ্চল্য ফিরেছে দলীয় নেতাকর্মীদের মাঝে। এবার প্রথমবারের মত গণতান্রিক পন্থায় গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন করবেন। এতে তারা খুবই উৎফুল্ল। শীতের বিকালে চায়ের আড্ডায় চলছে আলোচনা কারা আসছেন যুক্তরাজ্য বিএনপির নতুন নেতৃত্বে। সোশ্যাল মিডিয়া সহ ফেইস বুকে যার যার পছন্দের প্রার্থীদের পক্ষে প্রচারণায় ব্যস্ত সময় অতিবাহিত করছেন। প্রার্থীদের পোস্টার,ফেস্টুন আর ব্যানারে সয়লাব হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। চলছে প্রার্থীদের ব্যাপক প্রচারণা। কাউন্সিলকে ঘিরে প্রতিদিনই দলীয় কার্যালয়ে পদপদবী প্রত্যাশী নেতাকর্মীরা ভিড় করছেন। লবিং করছেন দলটির নীতি-নির্ধারণী ফোরামের নেতাদের কাছে। তবে এবারের কাউন্সিলে গোপন ব্যালটের মাধ্যমে যুক্তরাজ্য বিএনপিতে কি পরিবর্তন আসবে না কি আগের নেতৃত্বই থাকবে? তা নিয়েও বেশ আলোচনা চলছে। সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন বর্তমান সভাপতি এম এ মালেক,আক্তার হোসেন,তপন চৌধুরী , ও তাজ উদ্দিন। তারা ইতিমধ্যে মনোনয়ন ফরম সংগ্ৰহ করেছেন।তারা প্রত্যেকে ভোটারদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন এবং তাদেরকে ভোট দেয়ার আহবান জানাচ্ছেন বলে সূত্র জানিয়েছে। এবার কাউন্সিলে যুক্তরাজ্য বিএনপি’র অধীনস্থ অনুমোদনকৃত জোনাল কমিটিসমূহের সভাপতি সাধারন সম্পাদক, সিনিয়র সহ. সভাপতি, সিনিয়র যুগ্ন সম্পাদক, ও সাংগঠনিক সম্পাদক পদবীধারী নেতৃবৃন্দ কাউন্সিলার হিসেবে ভোট প্রদান করতে পারবেন। বিএনপির লন্ডন সূত্র জানায়, পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে কাউন্সিলের প্রথম অধিবেশন শুরু হবে দুপুর ১২ টায় । দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকাল ৩ টায়।এদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দীতার জন্য মনোয়ন ফরম সংগ্ৰহ করেছেন বর্তমান সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, নাসিম আহমদ চৌধুরী, মোহাম্মদ অালী খলকু (এম এ খলকু), তাহির রায়হান চৌধুরী পাভেল,যুক্তরাজ্য যুবদলের সাবেক আহ্বায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ। কারা হচ্ছেন যুক্তরাজ্য বিএনপির কান্ডারি সব কিছুই নির্ধারণ হবে ১৫ তারিখ কাউন্সিলে ভোটারদের গোপন ব্যালটের মাধ্যমে প্রাপ্ত ভোটের রায়ে। সুতরাং ১৫ জানুয়ারি পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।


























