১০:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বৃটেনে স্থানীয় সরকার নির্বাচনে পিছিয়ে নেই সৈয়দপুরের সন্তানেরা

  • Update Time : ০৪:২০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ওলি আহমদ রুনু, লন্ডন থেকে :: বৃটেনের স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে বাঙ্গালীদের মধ্যে চলছে অানন্দের উৎসব। বৃটেনের স্থানীয় সরকার নির্বাচন অাগামি ৩মে অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে পিছিয়ে নেই বাঙ্গালীরাও। বিশেষ করে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের কৃতি সন্তানেরা। নির্বাচনে সৈয়দপুরের প্রায় ৯জন প্রার্থী বিভিন্ন দল থেকে মনোনয়ন পেয়েছেন।একই গ্রাম হতে সর্বউচ্চ সংখ্যক পার্থী এই প্রথম। তার মধ্যে লন্ডন শহরের প্রার্থীর সংখ্যাই বেশি। লন্ডন সহ বিভিন্ন শহর হতে যারা প্রার্থী হয়েছেন,

 

 

১. সৈয়দ জহরুল হক, পিতা মরহুম সৈয়দ নুরুল হক, সৈয়দপুর, পীরবাড়ী। তিনি পিউপল এলায়েন্ছ পার্টি হতে লন্ডন বেতনালগ্রীন ওয়ার্ড থেকে নির্বাচনে প্রার্থী হয়ে অংশ নিচ্ছেন।

 

২. লিমা কৌরেশী, পিতা মরহুম ওমর মুহাম্মদ কৌরেশী (উমরা মিয়া), সৈয়দপুর পশ্চিমপাড়া।
তিনি লেবার পার্টি হতে বাংলা টাউন ও স্পিটালফিল্ড ওয়ার্ড হতে নির্বাচনে অংশ নিচ্ছেন।
৩. সৈয়দ আনসার মিয়া, পিতা সৈয়দ জুলফি মিয়া, সৈয়দপুর পশ্চিমপাড়া। তিনি পিউপল এলায়েন্ছ পার্টি হতে লন্ডন নান্ডসবারি ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

 

৪. সৈয়দ শফর আলী, পিতা সৈয়দ হরুফ আলী,
সৈয়দপুর ঈশানকোনা। তিনি আসপায়ার পার্টি হতে লন্ডনের টাউয়ার হেমলেটস কাউন্সিলের ওয়াইটচাপল ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

 

৫. মল্লিক আব্দুর রাজ্জাক (রিজান), পিতা মল্লিক আব্দুস সামাদ (সমেদ মিয়া), সৈয়দপুর মোকামপাড়া। তিনি লিবরল ডেমোক্রেটি পার্টি হতে সৈয়দপুরের ইংল্যান্ডের আদিনিবাস কিডিমিনিস্টারের ওয়ারি ফরেস্ট ডিস্টিক কাউন্সিলের ব্রডওয়াটার ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

 

৬. সৈয়দ সিদ্দেক আলী, পিতা মরহুম সৈয়দ সিতাব আলী, সৈয়দপুর নোয়াপাড়া (তালেবর বাড়ী)। তিনি কারলাইস সিটি কাউন্সিল হতে কনজারভেটিব পার্টি থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

 

৭. সৈয়দ হোসেন আহমদ, পিতা মরহুম সৈয়দ মনতাজ আলী (মনটু মিয়া), সৈয়দপুর ঈশানকোনা (নদীর পুর্বপার)। তিনি স্বতন্ত্র প্রার্থী লন্ডন বেক্টন ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

 

৮. মাসুমা বেগম, স্বামী আহমেদ কুতুব, সৈয়দপুর ঈশানকোনা। তিনি পিউপল এলায়েন্ছ পার্টি হতে লন্ডন সেইন্ট কাটরিন এবং ওয়াপিন্ক ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

 

৯. শাহেনা নেছা, স্বামী সৈয়দ হাসান নুর, সৈয়দপুর ঈশানকোনা (নদীর পুর্বপার)। টাউয়ার হেমলেটস কাউন্সিলের ব্লাকওয়েল ও কিউবিট ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

 

বৃটেনে বসবারত সৈয়দপুরের বিশিষ্টজনেরা জানান, বৃটেনে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীরা নিজ নিজ ওয়ার্ডে নির্বাচিত হয়ে সৈয়দপুর গ্রামের নাম অারো উজ্জ্বল করবেন।

 

প্রার্থীদের সফলতা কামনা করছেন গ্রামের দেশ-বিদেশের সমাজ সচেতন জনতা।

 

উল্লেখ্য যে, সৈয়দপুরের সৈয়দ আমিনা খাতুন বার্মিংহামের টিপটনের, সৈয়দ আলী আহমদ রসডেলের ও সাজু মিয়া কিডিমিনিস্টারের বর্তমান কাউন্সিলার হিসাবে সফলতার সহিত দায়িত্ব পালন করছেন

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বৃটেনে স্থানীয় সরকার নির্বাচনে পিছিয়ে নেই সৈয়দপুরের সন্তানেরা

Update Time : ০৪:২০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮

ওলি আহমদ রুনু, লন্ডন থেকে :: বৃটেনের স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে বাঙ্গালীদের মধ্যে চলছে অানন্দের উৎসব। বৃটেনের স্থানীয় সরকার নির্বাচন অাগামি ৩মে অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে পিছিয়ে নেই বাঙ্গালীরাও। বিশেষ করে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের কৃতি সন্তানেরা। নির্বাচনে সৈয়দপুরের প্রায় ৯জন প্রার্থী বিভিন্ন দল থেকে মনোনয়ন পেয়েছেন।একই গ্রাম হতে সর্বউচ্চ সংখ্যক পার্থী এই প্রথম। তার মধ্যে লন্ডন শহরের প্রার্থীর সংখ্যাই বেশি। লন্ডন সহ বিভিন্ন শহর হতে যারা প্রার্থী হয়েছেন,

 

 

১. সৈয়দ জহরুল হক, পিতা মরহুম সৈয়দ নুরুল হক, সৈয়দপুর, পীরবাড়ী। তিনি পিউপল এলায়েন্ছ পার্টি হতে লন্ডন বেতনালগ্রীন ওয়ার্ড থেকে নির্বাচনে প্রার্থী হয়ে অংশ নিচ্ছেন।

 

২. লিমা কৌরেশী, পিতা মরহুম ওমর মুহাম্মদ কৌরেশী (উমরা মিয়া), সৈয়দপুর পশ্চিমপাড়া।
তিনি লেবার পার্টি হতে বাংলা টাউন ও স্পিটালফিল্ড ওয়ার্ড হতে নির্বাচনে অংশ নিচ্ছেন।
৩. সৈয়দ আনসার মিয়া, পিতা সৈয়দ জুলফি মিয়া, সৈয়দপুর পশ্চিমপাড়া। তিনি পিউপল এলায়েন্ছ পার্টি হতে লন্ডন নান্ডসবারি ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

 

৪. সৈয়দ শফর আলী, পিতা সৈয়দ হরুফ আলী,
সৈয়দপুর ঈশানকোনা। তিনি আসপায়ার পার্টি হতে লন্ডনের টাউয়ার হেমলেটস কাউন্সিলের ওয়াইটচাপল ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

 

৫. মল্লিক আব্দুর রাজ্জাক (রিজান), পিতা মল্লিক আব্দুস সামাদ (সমেদ মিয়া), সৈয়দপুর মোকামপাড়া। তিনি লিবরল ডেমোক্রেটি পার্টি হতে সৈয়দপুরের ইংল্যান্ডের আদিনিবাস কিডিমিনিস্টারের ওয়ারি ফরেস্ট ডিস্টিক কাউন্সিলের ব্রডওয়াটার ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

 

৬. সৈয়দ সিদ্দেক আলী, পিতা মরহুম সৈয়দ সিতাব আলী, সৈয়দপুর নোয়াপাড়া (তালেবর বাড়ী)। তিনি কারলাইস সিটি কাউন্সিল হতে কনজারভেটিব পার্টি থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

 

৭. সৈয়দ হোসেন আহমদ, পিতা মরহুম সৈয়দ মনতাজ আলী (মনটু মিয়া), সৈয়দপুর ঈশানকোনা (নদীর পুর্বপার)। তিনি স্বতন্ত্র প্রার্থী লন্ডন বেক্টন ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

 

৮. মাসুমা বেগম, স্বামী আহমেদ কুতুব, সৈয়দপুর ঈশানকোনা। তিনি পিউপল এলায়েন্ছ পার্টি হতে লন্ডন সেইন্ট কাটরিন এবং ওয়াপিন্ক ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

 

৯. শাহেনা নেছা, স্বামী সৈয়দ হাসান নুর, সৈয়দপুর ঈশানকোনা (নদীর পুর্বপার)। টাউয়ার হেমলেটস কাউন্সিলের ব্লাকওয়েল ও কিউবিট ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

 

বৃটেনে বসবারত সৈয়দপুরের বিশিষ্টজনেরা জানান, বৃটেনে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীরা নিজ নিজ ওয়ার্ডে নির্বাচিত হয়ে সৈয়দপুর গ্রামের নাম অারো উজ্জ্বল করবেন।

 

প্রার্থীদের সফলতা কামনা করছেন গ্রামের দেশ-বিদেশের সমাজ সচেতন জনতা।

 

উল্লেখ্য যে, সৈয়দপুরের সৈয়দ আমিনা খাতুন বার্মিংহামের টিপটনের, সৈয়দ আলী আহমদ রসডেলের ও সাজু মিয়া কিডিমিনিস্টারের বর্তমান কাউন্সিলার হিসাবে সফলতার সহিত দায়িত্ব পালন করছেন

এখানে ক্লিক করে শেয়ার করুণ