বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বার্মিংহামে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা
- Update Time : ০৫:৪৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ক্যাঙ্গারু কোর্টের অগণতান্ত্রিক রায়ে কারাগারে আটক করার প্রতিবাদে ১১ই ফেব্রুয়ারি রবিবার রাতে বার্মিংহামের এমটি ক্যাটারিং হলের বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুর রহমান রফু, সভা পরিচালনা করেন বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মজনু মিয়া। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন যুবনেতা এমরান আহমেদ। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুজাতুর রেজা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ জমশেদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল খালিক, বার্মিংহাম সিটি বিএনপির সাধারণ সম্পাদক আবজার হোসেন, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সহ-সভাপতি ওয়ালি মুক্তা, জালাল উদ্দিন আহমদ,সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, বার্মিংহাম সিটি বিএনপির সাংগঠনিক সম্পাদক ছমির আলী, বার্মিংহাম-ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমেদ ফয়ছল, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, যুক্তরাজ্য যুবদলের সহ সাধারণ সম্পাদক কায়ছারুল ইসলাম সুমন, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড জাসাসের সাধারণ সম্পাদক ফয়ছল আহমেদ, নর্থ ইস্ট বিএনপির সহ সাধারণ সম্পাদক রুকন আহমদ, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কবির ,যুব বিষয়ক সম্পাদক কবির আহমেদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ প্রচার সম্পাদক ঈদন আলী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহ পাঠাগার সম্পাদক সৈয়দ রুপন আলী, বার্মিংহাম সিটি স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাবরুল ইসলাম, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, বার্মিংহাম সিটি যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কয়ছর আলী শাহিন,সাবেক সহ-সভাপতি বুরহান উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোদাচ্ছির খান, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চুনু মিয়া, সাবেক সহ সাধারণ সম্পাদক এমরান আহমেদ, যুবনেতা সুহেল আহমদ, জাসাস নেতা সৈয়দ নাদির আহমদ, বার্মিংহাম সিটি স্বেচ্ছাসেবক দলের নেতা মোরশেদ আহমদ প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন যুবনেতা সাদিক মিয়া, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দলের মিরন মিয়া মিলন, সাজু আহমেদ, পাপ্পু চৌধুরী, সাব্বির আহমেদ, আবু সুফিয়ান, সানুর আলী, সৈয়দ রায়হান, আব্দুল লতিফ, জহির খান, বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ড জাসাসের সহ-সভাপতি গিয়াস মিয়া, জাসাস নেতা মাহবুবুল আলম, খালেদ আহমদ প্রমুখ ।
বক্তারা বলেন সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কাল্পনিক একটি মামলা দিয়ে যে মামলার কোন ভিত্তি নেই সেই মামলায় অভিযুক্ত করে ১৮ কোটি মানুষের নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী ,বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়ার রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়া কে অবৈধ ভাবে কারাগারে আটক করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে দেশনেত্রীর মুক্তির দাবি করেন।
বক্তারা সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন ” কুমিল্লার একটি মামলায় বেগম জিয়ার সংশ্লিষ্টতা নেই তাতেও তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। আসলে বেগম খালেদা জিয়া ও বিএনপিকে ভয় পায় হাসিনা সরকার। তাই সরকারকে বলতে চাই যতই শ্যোন অ্যারেস্ট দেখান জনগণ সুপ্রিমকোর্টের ওপর এখনও আস্থাশীল। বেগম জিয়াকে আমরা কারাগার থেকে মুক্ত করবই। বেগম জিয়াকে দীর্ঘদিন কারাগারে রাখতে পারবেন না।
বক্তারা আরো বলেন “বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে সাজা দেয়া হয়েছে। সারা দেশ আজ আগুনের মতো ফুটছে। দেশে ষড়যন্ত্র চলছে। আমরা দেশে বিদেশে শহীদ জিয়ার সৈনিকরা এই ষড়যন্ত্র মোকাবেলা করব, সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রীকে কারামুক্ত করব ইনশাআল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি


























