১০:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরযাত্রীবাহী গাড়ি দুর্ঘটনায় নিহত ২১
- Update Time : ০২:২১:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বরযাত্রীবাহী একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নদীতে পড়ে অন্তত ২১ জন নিহত ও অপর ১২ জন আহত হয়েছে ভারতের মধ্য প্রদেশে। বুধবার পুলিশ এ কথা জানিয়েছে।
মধ্য প্রদেশের রাজধানী নগরী ভুপাল থেকে প্রায় ৫৭৩ কিলোমিটার পূর্বে সিধি জেলার সোন নদীতে মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে।
সিধি জেলা কালেক্টর বলেন, ‘গতরাতে বরযাত্রীবাহী একটি মিনি-ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে সোন নদীতে পড়ে গেলে ২১ জন নিহত ও অপর ১২ জন আহত হয়। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।’
মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিভরাজ সিং চৌহান এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং নিহত প্রত্যেকের পরিবারকে তিন হাজার ৪৫ ডলার ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন। পুলিশ এই ঘটনায় মামলা করেছে এবং এ ব্যাপারে তদন্ত চলছে।




























