দক্ষিণ সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে ব্লাডক্রিসেন্ট ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ
- Update Time : ০৯:৪১:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ আগস্ট ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের হাওরপাড়ে অসহায় বন্যা দুর্গতদের পাশে দাড়িয়েছে সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদের স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন ‘ব্লাড ক্রিসেন্ট ফাউন্ডেশন সিলেট।’
বুধবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বন্যাদূর্গতদের হাতে ত্রাণ তুলে দেয়া হয়। ত্রাণ বিতরণকালে সিলেট থেকে উপস্থিত ছিলেন- মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্র ও মহানগর ছাত্রলীগ নেতা রাজেশ সরকার, সংগঠনের সদস্য মনির আজাদ মুন্না, মাকসুদুর রহমান নাঈম, মো: জায়েদ আহমদ, আরিফ আরমান জিসান, ফাহাদ হোসাইন, ইমতিয়াজ আবু তাহের।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- ডুংরিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক নিহার রঞ্জন দাস, সাজ্জাদুর রহমান, পাবেল আহমদ, জাকারিয়া আহমদ, মাসুম আহমদ, কাহার আহমদ, সৌরভ দাস, নাজমুল হাসান প্রমুখ।
ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দ বলেন- ‘ব্লাড ক্রিসেন্ট ফাউন্ডেশন সিলেট’ সংগঠনটি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদের স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন হলেও তারা আর্তমানবতার কল্যানে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। তারা অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাড়াও মানবতার কল্যানে কাজ করছে। মানবতার কল্যানে ছাত্র সমাজের এগিয়ে আসা জাতির জন্য মঙ্গলজনক। তিন দফা বন্যায় হাওরপাড়ের মানুষ অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। এ অঞ্চলের অসহায় দরিদ্র মানুষের কল্যানে সামর্থবানদের এগিয়ে আসতে হবে। তাহলে আমাদের দেশ আরো সুখী ও সমৃদ্ধ হবে। প্রেস বিজ্ঞপ্তি




























