দক্ষিণ সুনামগঞ্জে তারেক রহমানের উপর গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে মিছিলে পুলিশের বাঁধা
- Update Time : ০২:৫১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব শাহরিয়ার :: দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় রাষ্ট্রদোহী মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত পথ সভা করেছে উপজেলা বিএনপি। তবে পুলিশি বাঁধার মুখে বেশি সময় মিছিল ও সভা করতে পারেনি দলটির নেতাকর্মীরা। সংক্ষিপ্ত সময়ের ভিতরেই মিছিল সমাবেশ শেষ করতে হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাগলা বাজারে মিছিল, সমাবেশ ও পুলিশি বাঁধার ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির সহ-সভাপতি ইলিয়াস আলীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আরাফাত আলী, ছলিব নূর বাচ্ছু, আবদাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, শিফাউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন, প্রচার সম্পাদক হিফজুর রহমান চৌধুরী দিদার, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন মিয়া, সাধারণ সম্পাদক মাস্টার শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, জয়কলস ইউপি বিএনপির সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম, বিএনপির নেতা জমির আলী, হাসনাত আহমদ, সৈয়দুর রহমান সৈয়দ, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, যুবদল নেতা আবদুল মজিদ, গৌছ উদ্দিন, জাফর আহমদ, শাহিন মিয়া, আক্তারুজ্জামান, রিপন আহমদ, তদরিছ আলী, ছাত্রদল নেতা হুমায়ূন কবির, জসিম বক্স, সুয়েব আহমদ, মানছুর আহমদ, নাছির উদ্দিন, হারুনূর রশিদ, সাগর আহমদ, হেলাল আহমদ, রাসেল আহমদ, মাছুম আহমদ, জাহিদুল ইসলাম, ইয়াহিয়া আহমদ, শ্যামল চৌধুরী, এওয়ার হোসেন, পাভেল আহমদ ও সাবিজ আহমদ প্রমূখ।
পুলিশি বাঁধার ব্যপারে এস আই মাজহার বলেন, তারা রাস্তায় মিছিল সমাবেশ করতে চেষ্টা করেছে। আমরা রাস্তা থেকে তাদের সরিয়ে দিয়েছি।



















