দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় ওএমএসের চাল বৃদ্ধির দাবী
- Update Time : ০৬:৪০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব শাহরিয়ার, দক্ষিণ সুনামগঞ্জ থেকে :: ডিলারের মাধ্যমে ১৫ টাকা প্রতি কেজি দরে বিভিন্ন ইউনিয়রনে চাল বিক্রি হচ্ছে। প্রথমে সরকার প্রতিদিন ৪শ জনের কাছে চাল বিক্রি করার সুযোগ দিলেও বর্তমানে বিক্রি করতে হচ্ছে ২শ জনের কাছে। চাহিদা অপ্রতুল হওয়ায় চাল নিতে আসা অনেকেই ফিরতে হয় খালি হাতে। ভোরের আলো ফুটে উঠার আগেই যারা এসে লাইনে দাঁড়াতে পারেন সকাল ৯ টার সময় তারা ৭৫ টাকায় ৫ কেজি চাল কিনে বাড়ি ফিরতে পারছেন। যারা কিনতে পারছেন না, তারা হতাশ হয়ে চাল বাড়ানোর দাবী করছেন।
চালের বরাদ্দ বাড়ানোর দাবী ডিলারদেরও। পাগলা বাজারে ওএমএসের ডিলার মো. ইমরান হোসেন তালুকদার জানান, মানুষের চাহিদা বেশি হওয়ায় নির্দিষ্ট পরিমান চাল বিতরণ শেষে বাকীদের খালি হাতে ফিরিয়ে দিতে হয়। পরে তারা আমাদের দোষারোপ করে। আমাদেরও খারাপ লাগে। যদি বরাদ্দের পরিমান আরো বাড়ানো যেতো তাহলে ভাল হতো।
চাল নিতে আসা পশ্চিম পাগলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রঞ্জু বিশ্বাসের স্ত্রী পূর্ণিমা বিশ্বাস,
৮ নং ওয়ার্ডের মৃত আবদুল হেকিমের ছেলে রিকশা চালক সোহেল মিয়া জানান, প্রতিদিন সকালে এসে লাইনে দাঁড়ানোর চেষ্টা করি। যেদিন ২শ জনের ভিতরে দাঁড়াতে পারি সেদিন চাল পাই, না হয় পাই না। তবে ডিলারদের চেষ্টা থাকে আমাদের সকলকে চাল দেওয়ার। চালের পরিমান বাড়ালে হয়তো তারাও দিতে পারতো।
চাল ওজনে কম দেওয়া হয় বলে অভিযোগ করেন ব্রাহ্মণগাঁওয়ের মৃত ইউনূছ মিয়ার স্ত্রী। তিনি বলেন, ৫ কেজি চালই নেই। তার মাঝে আধা কেজি এক কেজি কম হয়ে যায়।
এব্যপারে ডিলার সহযোগী আজাদ হোসেন বলেন, আমরা ডিজিটাল মেশিনে চাল মেপে দেই। বাড়িতে নিয়ে মহিলারা পট (একধরণের চাল মাপার মগ) দিয়ে চাল মাপে। তাতে কিছু তারতম্য হয়। মেশিনে মাপানোর পর যদি চাল কম হয় তাহলে আমরা জবাব দিতে বাধ্য থাকবো। আমরা ৫ কেজির মাঝে কি-ই বা কম দেবো? চাল কম দেই না।




























