দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন এডিসি জেনারেল
- Update Time : ০৫:৪৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব শাহরিয়ার, দক্ষিণ সুনামগঞ্জ :: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলার স্থানীয় সংস্থার ভারপ্রাপ্ত উপ-পরিচালক কামরুজ্জামান। সোমবার দুপুর ১টায় পাগলা বাজারে মহানিং নদীর পাড়ে এ ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন তিনি।পরিদর্শন শেষে দৈনিক সুনামগঞ্জের খবরের ভূয়সী প্রশংসা করে এ প্রতিবেদককে তিনি বলেন- আমি এখানে বসে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। দ্রুত ইউনিয়ন পরিষদ ভবন করে পরিষদ স্থানান্তরের ব্যবস্থা করার কথা বলেছি। ইউপি চেয়ারম্যান নূরুল হক ও সচিব আলী আহমদকে ব্যবস্থা গ্রহণ করতে বলেছি। বিভাগীয় কমিশনার স্বাক্ষরিত অনুমোদনও দেওয়া হয়েছে। বাকী কাজ যেখানে আটকে আছে আমরা সে ব্যপারে কাজ বরবো। এসময় পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক ও সচিব আলী আহমদসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।



















