০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

টাওয়ার হ্যামলেটসের কাউন্সিল নির্বাচন ২০১৮: এক ঝাঁক নতুন বাঙালী মুখ

  • Update Time : ১১:৪৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: আসছে কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে টাওয়ার হ্যামলেটসের রাজনীতির মাঠ সরগরম হয়ে উঠছে। ২০১৮ সালে মে মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। টাওয়ার হ্যামলেটসে ক্ষমতাসীন লেবার পার্টি ইতোমধ্যে ১০টি ওয়ার্ডে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। বাকী ১০টি ওয়ার্ডে আগামী দুই সপ্তাহের মধ্যে কাউন্সিলার প্রার্থী মনোনয়ন সম্পন্ন হবে। এবার ‘স্পেশাল মেজার’ অর্থাৎ নিয়ন্ত্রিত মনোনয়ন অনুপস্থিত। ফলে বহু বছর পর প্রতিটি ওয়ার্ডের পার্টির সদস্যরা সরাসরি ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থী মনোনয়নের সুযোগ পাচ্ছেন। এই প্রক্রিয়ায় বতর্মান কাউন্সিলারকে দলের সদস্যরা সরাসরি প্রার্থী হিসেবে দেখতে চান কী-না সেই মতামতও নেওয়া হচ্ছে। আর এই চর্চার প্রথম শিকার হয়েছেন ল্যান্সবারীর বর্তমান কাউন্সিলার রাজীব আহমদ। দীর্ঘদিন ধরে কাউন্সিলার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিগত দিনে কাউন্সিলের স্পীকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। কিন্তু বর্তমান কাউন্সিলার হিসেবে ল্যানসবারী ওয়ার্ডে তিনি স্বয়ংক্রিয়ভাবে প্রার্থী হতে ব্যর্থ হন। অন্যদের সাথে মনোনয়ন দৌড়ে নেমেও লজ্জাজনকভাবে পরাজিত হয়েছেন। একই ওয়ার্ডে আরেক সাবেক কাউন্সিলার দরস উল্লাহও এবার মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছেন।

 

 

একঝাঁক নতুন বাঙালী মুখ

 

এবারের নির্বাচনকে সামনে রেখে টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলার পদপ্রত্যাশী এক ঝাঁক নতুন মুখের আবির্ভাব ঘটেছে। এই চিত্রকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই। এ পর্যন্ত চূড়ান্ত হওয়া দশটি ওয়ার্ডে এ পর্যন্ত মনোনীত ২৪ জন লেবার প্রার্থীর মধ্যে ৮ জনই নতুন মুখ। অবশ্য এদের মধ্যে দুজন মতিনুজ্জামান ও জেনেট রহমান বিগত নির্বাচনে জয়ী না হলেও এর আগে মেয়াদে কাউন্সিলার ছিলেন। বাকী ছয় জনের অধিকাংশই তরুণ এবং কাউন্সিল নির্বাচনে একেবারে নতুন মুখ। এদের মধ্যে অনেকেই আবার লীডার জেরেমী করবিনের সমর্থক তৃণমূল সংগঠন মোমেন্টামের সক্রিয় সদস্য। একেবারে নতুন ছয় বাঙালি প্রার্থী হচ্ছেন- ব্লাকওয়াল এণ্ড কিউবিট টাউন ওয়ার্ডে এহতেশাম হক ও মোহাম্মদ ইকবাল মোর্শেদ (পাপ্পু), ল্যান্সবারী ওয়ার্ডে মোহাম্মদ হারুন ও কাহার চৌধুরী, আইলেন্ড গার্ডেন্স ওয়ার্ডে শুভ হোসেইন এবং বেথনাল গ্রীন থেকে আহবাব হোসেইন। আর সাবেক কাউন্সিলার মতিনুজ্জামান ও জেনেট রহমান যথাক্রমে স্টেপনি গ্রীন ও ব্রমলী নর্থ থেকে মনোনয়ন পেয়েছেন। এই ১০ ওয়ার্ডে বর্তমান কাউন্সিলার ও নতুন মুখ মিলিয়ে মোট বাঙালি প্রার্থী ১৪ জন। দশ ওয়ার্ডের মনোনীত লেবার প্রার্থীর পূর্ণ তালিকা বো ইস্ট – কাউন্সিলার আমিনা আলী, কাউন্সিলার মার্ক ফ্রান্সিস ও কাউন্সিলার র‌্যাচেল ব্লেইক। ব্রমলি সাউথ – কাউন্সিলার হেলাল উদ্দীন ও কাউন্সিলার ড্যানি হাসেল। বো ওয়েস্ট – কাউন্সিলার আসমা বেগম ও কাউন্সিলার ভেল হোয়াইটহেড। ওয়েইভারস – কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু ও কাউন্সিলার জন পিয়ার্স। ব্ল্যাকওয়েল এন্ড কিউবিট টাউন – কাউন্সিলার ক্যানডিডা রোনা?, এহতেশাম হক ও মোহাম্মদ ইকবাল মোর্শেদ পাপ্পু। বেথনাল গ্রীন – কাউন্সিলার সিরাজুল ইসলাম, আহবাব মিয়া ও ইভ ম্যাককুলিয়ান, ল্যান্সবারী – মোহাম্মদ হারুন, কাহার চৌধুরী ও রেবেকা হোয়াইট। স্টেপনী গ্রীন – কাউন্সিলার সাবিনা আকতার ও মতিনুজ্জামান। আইল্যান্ড গার্ডেনস – শুভ হোসেন ও মুফিদা বাস্কিন। ব্রমলি নর্থ- কাউন্সিলার খালেছ উদ্দিন আহমদ ও জেনেট রহমান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

টাওয়ার হ্যামলেটসের কাউন্সিল নির্বাচন ২০১৮: এক ঝাঁক নতুন বাঙালী মুখ

Update Time : ১১:৪৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: আসছে কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে টাওয়ার হ্যামলেটসের রাজনীতির মাঠ সরগরম হয়ে উঠছে। ২০১৮ সালে মে মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। টাওয়ার হ্যামলেটসে ক্ষমতাসীন লেবার পার্টি ইতোমধ্যে ১০টি ওয়ার্ডে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। বাকী ১০টি ওয়ার্ডে আগামী দুই সপ্তাহের মধ্যে কাউন্সিলার প্রার্থী মনোনয়ন সম্পন্ন হবে। এবার ‘স্পেশাল মেজার’ অর্থাৎ নিয়ন্ত্রিত মনোনয়ন অনুপস্থিত। ফলে বহু বছর পর প্রতিটি ওয়ার্ডের পার্টির সদস্যরা সরাসরি ভোটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থী মনোনয়নের সুযোগ পাচ্ছেন। এই প্রক্রিয়ায় বতর্মান কাউন্সিলারকে দলের সদস্যরা সরাসরি প্রার্থী হিসেবে দেখতে চান কী-না সেই মতামতও নেওয়া হচ্ছে। আর এই চর্চার প্রথম শিকার হয়েছেন ল্যান্সবারীর বর্তমান কাউন্সিলার রাজীব আহমদ। দীর্ঘদিন ধরে কাউন্সিলার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিগত দিনে কাউন্সিলের স্পীকার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। কিন্তু বর্তমান কাউন্সিলার হিসেবে ল্যানসবারী ওয়ার্ডে তিনি স্বয়ংক্রিয়ভাবে প্রার্থী হতে ব্যর্থ হন। অন্যদের সাথে মনোনয়ন দৌড়ে নেমেও লজ্জাজনকভাবে পরাজিত হয়েছেন। একই ওয়ার্ডে আরেক সাবেক কাউন্সিলার দরস উল্লাহও এবার মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছেন।

 

 

একঝাঁক নতুন বাঙালী মুখ

 

এবারের নির্বাচনকে সামনে রেখে টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলার পদপ্রত্যাশী এক ঝাঁক নতুন মুখের আবির্ভাব ঘটেছে। এই চিত্রকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই। এ পর্যন্ত চূড়ান্ত হওয়া দশটি ওয়ার্ডে এ পর্যন্ত মনোনীত ২৪ জন লেবার প্রার্থীর মধ্যে ৮ জনই নতুন মুখ। অবশ্য এদের মধ্যে দুজন মতিনুজ্জামান ও জেনেট রহমান বিগত নির্বাচনে জয়ী না হলেও এর আগে মেয়াদে কাউন্সিলার ছিলেন। বাকী ছয় জনের অধিকাংশই তরুণ এবং কাউন্সিল নির্বাচনে একেবারে নতুন মুখ। এদের মধ্যে অনেকেই আবার লীডার জেরেমী করবিনের সমর্থক তৃণমূল সংগঠন মোমেন্টামের সক্রিয় সদস্য। একেবারে নতুন ছয় বাঙালি প্রার্থী হচ্ছেন- ব্লাকওয়াল এণ্ড কিউবিট টাউন ওয়ার্ডে এহতেশাম হক ও মোহাম্মদ ইকবাল মোর্শেদ (পাপ্পু), ল্যান্সবারী ওয়ার্ডে মোহাম্মদ হারুন ও কাহার চৌধুরী, আইলেন্ড গার্ডেন্স ওয়ার্ডে শুভ হোসেইন এবং বেথনাল গ্রীন থেকে আহবাব হোসেইন। আর সাবেক কাউন্সিলার মতিনুজ্জামান ও জেনেট রহমান যথাক্রমে স্টেপনি গ্রীন ও ব্রমলী নর্থ থেকে মনোনয়ন পেয়েছেন। এই ১০ ওয়ার্ডে বর্তমান কাউন্সিলার ও নতুন মুখ মিলিয়ে মোট বাঙালি প্রার্থী ১৪ জন। দশ ওয়ার্ডের মনোনীত লেবার প্রার্থীর পূর্ণ তালিকা বো ইস্ট – কাউন্সিলার আমিনা আলী, কাউন্সিলার মার্ক ফ্রান্সিস ও কাউন্সিলার র‌্যাচেল ব্লেইক। ব্রমলি সাউথ – কাউন্সিলার হেলাল উদ্দীন ও কাউন্সিলার ড্যানি হাসেল। বো ওয়েস্ট – কাউন্সিলার আসমা বেগম ও কাউন্সিলার ভেল হোয়াইটহেড। ওয়েইভারস – কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু ও কাউন্সিলার জন পিয়ার্স। ব্ল্যাকওয়েল এন্ড কিউবিট টাউন – কাউন্সিলার ক্যানডিডা রোনা?, এহতেশাম হক ও মোহাম্মদ ইকবাল মোর্শেদ পাপ্পু। বেথনাল গ্রীন – কাউন্সিলার সিরাজুল ইসলাম, আহবাব মিয়া ও ইভ ম্যাককুলিয়ান, ল্যান্সবারী – মোহাম্মদ হারুন, কাহার চৌধুরী ও রেবেকা হোয়াইট। স্টেপনী গ্রীন – কাউন্সিলার সাবিনা আকতার ও মতিনুজ্জামান। আইল্যান্ড গার্ডেনস – শুভ হোসেন ও মুফিদা বাস্কিন। ব্রমলি নর্থ- কাউন্সিলার খালেছ উদ্দিন আহমদ ও জেনেট রহমান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ