ছাতক সিমেন্ট কারখানায় নির্বাচন : চলছে জমজমাট প্রচারনা
- Update Time : ০১:৪৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: ছাতক সিমেন্ট কারখানা শ্রমিক-কর্মচারী সমবায় সমিতি নির্বাচনকে ঘিরে চলছে জমজমাট প্রচার-প্রচারনা। নির্বাচনকে সামনে রেখে কারখানার অভ্যন্তরে ছেয়ে আছে পোস্টার-ব্যানারে। গত ৩ অক্টোবর প্রতীক বরাদ্দের পর দুটি প্যানেলের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
১৯৫৮ সালে প্রতিষ্টিত ঐতিহ্যবাহী এই সমবায় সমিতির এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৯ অক্টোবর। নির্বাচনে ৫০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
আসন্ন নির্বাচনে সরকার দলীয় শ্রমিক সংগঠন (রেজি নং-চট্র-১৬৬২) সমর্থিত প্যানেলে (মই) প্রতীকে কাজল-হাবিব পরিষদে সম্পাদক পদে হাবিবুর রহমান কাজল, সহ-সম্পাদক পদে হাবিবুর রহমান, ও পরিচালক পদে (ক) ব্লকে সারোয়ার হোসেন , (খ) ব্লকে দেলোয়ার হোসেন, (গ) ব্লকে বিমল চন্দ্র সরকার ও (ঙ) ব্লকে আবু বক্কর সিদ্দিক প্রতিদ্বনিদ্বতায় নেমেছেন। (ঘ) ব্লকে কবির মিয়ার প্রতিদ্বনি না থাকায় তিনি বিনা প্রতিদ্বনিদ্বতায় নির্বাচিত হবেন।
অপরদিকে সর্বদলীয় শ্রমিক সংগঠন (রেজি নং-চট্র-বি-৮০) সমর্থিত প্যানেলে (মাছ) প্রতীক নিয়ে মাহিন-আখতার পরিষদে সম্পাদক পদে প্রতিদ্বনিদ্বতা করছেন, মাহিন উদ্দিন চৌধুরী, সহ-সম্পাদক পদে শাহ্ মো.আখ্তারুজ্জামান।
এছাড়াও ৫টি ব্লকে পরিচালক পদের মধ্যে (ক) ব্লকে আমজাদ হোসেন, (খ) ব্লকে ফজলুল হক, (গ) ব্লকে ওয়াশিদ আলী, ও (ঙ) ব্লকে আব্দুল কাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন।



















