০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই

  • Update Time : ০৯:২৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

চান মিয়া, ছাতক থেকে :: সুনামগঞ্জের ছাতকে অগ্নিকান্ডে ৬টি দোকানসহ ১৫লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। শুক্রবার গভীর রাতে গোবিন্দগঞ্জ নতুন বাজারের হাইস্কুল রোড এলাকায় এঘটনা ঘটে। জানা যায়, রাত প্রায় ৩টায় আকস্মিক অগ্নিকান্ডে গোবিন্দগঞ্জ বাজারের ব্যবসায়ি ফখরুল ইসলামের মুদি দোকানের গুদামের দেড় লাখ, সাংবাদিক বদর উদ্দিন আহমদের বঙ্গবন্ধু পত্রিকা হাউজ এন্ড টি ষ্টল ১লাখ, শাহাব উদ্দিনের চাউলের আড়তের সাড়ে ২লাখ, আব্দুল হাইর এসআর টেলিকমের সাড়ে ৫লাখ, অরবিন্দু দাসের অপি ফার্নিচারের ৬লাখ ও হাজি আব্দুর রউফের মোহনা এন্ড অনিক ষ্টোরের দেড় লাখ টাকাসহ ১৫লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভষ্মিভূত হয়। এসময় ব্যবসায়িদের দোকানের মালামাল, কাগজপত্র, আশা, মার্কেন্টাইল, ব্রাক ও গ্রামীন ব্যাংকের ঋন বহি, ফ্রিজ, কম্পিউটার, টিভি, চাল, ফার্নিচার, নগদ টাকা, হিসাব বহি, মূল্যবান কাগজপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ছাতক ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে পৌছে ঘন্টাব্যাপী চেষ্ঠা চালিয়ে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনেন। কোন দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে তা- নিশ্চিত করে কেউ বলতে পারছেননা। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই

Update Time : ০৯:২৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭

চান মিয়া, ছাতক থেকে :: সুনামগঞ্জের ছাতকে অগ্নিকান্ডে ৬টি দোকানসহ ১৫লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। শুক্রবার গভীর রাতে গোবিন্দগঞ্জ নতুন বাজারের হাইস্কুল রোড এলাকায় এঘটনা ঘটে। জানা যায়, রাত প্রায় ৩টায় আকস্মিক অগ্নিকান্ডে গোবিন্দগঞ্জ বাজারের ব্যবসায়ি ফখরুল ইসলামের মুদি দোকানের গুদামের দেড় লাখ, সাংবাদিক বদর উদ্দিন আহমদের বঙ্গবন্ধু পত্রিকা হাউজ এন্ড টি ষ্টল ১লাখ, শাহাব উদ্দিনের চাউলের আড়তের সাড়ে ২লাখ, আব্দুল হাইর এসআর টেলিকমের সাড়ে ৫লাখ, অরবিন্দু দাসের অপি ফার্নিচারের ৬লাখ ও হাজি আব্দুর রউফের মোহনা এন্ড অনিক ষ্টোরের দেড় লাখ টাকাসহ ১৫লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভষ্মিভূত হয়। এসময় ব্যবসায়িদের দোকানের মালামাল, কাগজপত্র, আশা, মার্কেন্টাইল, ব্রাক ও গ্রামীন ব্যাংকের ঋন বহি, ফ্রিজ, কম্পিউটার, টিভি, চাল, ফার্নিচার, নগদ টাকা, হিসাব বহি, মূল্যবান কাগজপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ছাতক ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে পৌছে ঘন্টাব্যাপী চেষ্ঠা চালিয়ে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনেন। কোন দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটেছে তা- নিশ্চিত করে কেউ বলতে পারছেননা। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ