ছাতকের সিরাজগঞ্জে উত্তর খুরমা ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে সভা
- Update Time : ১০:০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ আগস্ট ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ) :: ছাতক উপজেলা পরিষদ চত্তরে, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদের উপর হামলার প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২১আগষ্ট বিকাল ৫টায় উপজেলার সিংচাপইড় ইউপির সিরাজগঞ্জ বাজারে সিংচাপইড় ওয়ার্ড আ’লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আ’লীগ নেতা হাজী নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ফখরুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আ’লীগ নেতা সাবেক মেম্বার নুরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা আবদুর রহমান, আশরাফুল হক ও আবদুল হক।
এসময় আ’লীগ নেতা মর্তুজ আলী, মানিক মিয়া, এলখাছুর রহমান, হাজী কালা মিয়া, ছোরাব আলী, লালা মিয়া, বারিক মিয়া, যুবলীগ নেতা আক্কল আলী, আবুল লেইছ, আবদুল গনি, আবদুল কাদীর, ময়না মিয়া, শফিকুর রহমানসহ স্থানীয় আ’লীগ, যুবলীগ, সেচ্চাসেবকলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। এসময় নেতৃবৃন্দ ঘটনার প্রতিবাদে সিংচাপইড় ইউপি আ’লীগসহ অঙ্গসংঠনের আহবানে মঙ্গলবার (২২আগষ্ট) ইউনিয়নের খাসগাঁও বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে সিংচাপইড় গ্রামবাসীসহ সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার আহবান জানান।




























