অারাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব গ্রীস-এর অভিষেক ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্টিত
- Update Time : ০৬:৩০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
অালী জহুর :: অারাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব গ্রীসের উদ্যােগে শনিবার স্হানীয় গ্রীস বিএনপির কার্যালয়ে সুনামগঞ্জ জেলা ফেডারেশ ইন গ্রীসের সাবেক সভাপতি মো. অাবুল লেইছের সভাপতিত্বে ও হবিগঞ্জ জেলা এসোসিয়েশন ইন গ্রীসের সিনিয়র সহ-সভাপতি মো. শাহ অালম ও গ্রীস ইন জগন্নাথপুর থানা সমাজ কল্যান সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্টিত অভিষেক ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রীস বিএনপির সভাপতি জি. এম. মোখলেছুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রীস বিএনপির সাধারণ সম্পাদক অাশরাফ উদ্দিন ঠাকুর টিপু, সাবেক সহ-সভাপতি ফারুক মিয়া, সাংগঠনিক সম্পাদক রাসেল তালুকদার। অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অারাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা মো. নুর অালী, মো. শফিক মিয়া, সাইফুল ইসলাম, মাশুক মিয়া, কামরুল ইসলাম, জাকারিয়া অাহমেদ, অারাফাত রহমান স্পোর্টিং ক্লাব গ্রীসের সভাপতি রাজন তালুকদার, সিনিয়র সহ-সভাপতি সাঈদ অাহমদ লেবু, সাধাণ সম্পাদক শামিম রেজা তালুকদার, সহ-সভাপতি নজির হোসেন, সহ-সাধারণ মুরছালিন অাহমদ, সাংগঠনিক সম্পাদক ছানাউর রহমান, সহ-সাংগঠিক সম্পাদক শের অালী, কোষাধ্যক্ষ কোহিনুর অহমদ, মিলটন মিয়া, চুনু মিয়া, অলিউর মিয়া, কামাল মিয়া, ফাহিম নুর, মাসুদ রানা, খছরুজ্জান, মোস্তা ভুইয়া, রুয়েল মিয়া, রাজা মিয়া, গোলাপ মিযা, নাছিরুল ইসলাম, সাইদুর রহমান, কাজল মিয়া, অালী নুর, এমদাদুল হক, নুর মিয়া প্রমুখ।


























