ছাতকে ভিমরুলের কামড়ে এক সপ্তাহে তিন জনের মৃত্যু!
- Update Time : ০৬:৫৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে ভিমরুলের কামড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একসপ্তাহের ব্যবধানে এই মৃত্যুর ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের কহল্লা গ্রামের আবুল কালামের ছেলে হাসান আহমদ (৮) লাকড়ি সংগ্রহের সময় ভিমরুলের আক্রমনের শিকার হয়। এসময় তার মা হেলেনা বেগম (৩৫), বোন কলি বেগম (৬) ও ভাই হুছন আহমদও (১১) ভিমরুলের কামড়ে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় হাসানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার হাসান মারা যান।
এদিকে গত ২৩ সেপ্টেম্বর কালারুকা ইউনিয়নের শঙ্করপুর (নজমপুর) গ্রামের মছকন্দর আলীর ছেলে আমির আলী (১৮) পুকুরপারে বাশঁ কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে আহত হন। চিকিৎসাধীন অবস্থায় ২৬ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।
এছাড়া গত ২০ সেপ্টেম্বর উত্তর খুরমা ইউনিয়নের নানশ্রী (এলংগি) গ্রামের মফিজ আলীর ছেলে মনোহর আলী (৩৫) ভিমরুলের কামড়ে মারা যান। মনোহর আলী নৌকায় করে কালারুকা খাল দিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় অসাবধানতাবশত নৌকার বৈঠা ভিমরুলের বাসায় লাগলে ভিমরুলের দল তাকে আক্রমন করে। প্রাণে বাঁচতে তিনি পানিতে ঝাঁপ দিলে তলিয়ে যান। পরে তার লাশ উদ্ধার করা হয়।



















