আজ, , ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংবাদ শিরোনাম :





জগন্নাথপুরে ব্যবসায়ীকে মারপিটের ঘটনায় ধর্মঘট পালন

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে এক ব্যবসায়ীকে মারপিটের ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট পালন করেছেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া বাজারের ফার্মেসী ব্যবসায়ী ডাঃ সেলিম মিয়াকে বাড়িতে গিয়ে রোগী দেখতে বলেন স্থানীয় পুঞ্জিপাড়া গ্রামের আবু বক্কর নামের এক ব্যক্তি। এ সময় ডাঃ সেলিম মিয়া যেতে বিলম্ব করায় উত্তেজিত হয়ে ফিরে যান আবু বক্কর। কিছুক্ষন পরে মোটরসাইকেল যোগে আরো কয়েক জনকে সাথে নিয়ে আবার বাজারে ফিরে আসেন আবু বক্কর। তখন আবু বক্কর ডাঃ সেলিম মিয়াকে মারপিট করে মোটর সাইকেলে বেঁধে নিতে চাইলে বাজারের ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অবশেষে বাজারের ব্যবসায়ীরা আবু বক্করের কবল থেকে ডাঃ সেলিম মিয়াকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার সকাল ৭ টা থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট পালন করেন ব্যবসায়ীরা।

দিন ব্যাপী বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনাকাঙ্খিত ভোগান্তির শিকার হন অত্র অঞ্চলের দুর থেকে আসা ক্রেতারা। এ ঘটনাটি নিস্পত্তির লক্ষে বিকেলে স্থানীয় এলাবাকাসীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় আগামি শুক্রবার বিষয়টি নিস্পত্তি হবে মর্মে শালিস বৈঠকের সিদ্ধান্ত হওয়ায় আশ্বস্থ হয়ে ব্যবসায়ীরা তাদের ধর্মঘট সাময়িক প্রত্যাহার করেছেন বলে স্থানীয়রা জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলাউড়া বাজারের ব্যবসায়ী রাজা মিয়া ও বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি সুজাত মিয়া জানান, এর আগেও বাজারের ছব্বির মিয়া নামের এক দোকান কর্মচারীর হাত কেটে নিয়ে ছিল আবু বক্কর। এখন আবার আরেক ব্যবসাীয় ডাঃ সেলিমকে মারপিট করেছে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা ধর্মঘট পালন করেছি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ