সুনামগঞ্জে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো হবতপুর গ্রাম
- Update Time : ০৮:২৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
- / ২৬ বার নিউজটি পড়া হয়েছে
আল হেলাল, সুনামগঞ্জ :: “খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল”এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলায় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের হবতপুর গ্রামবাসী কর্তৃক স্থানীয় একটি মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ জজকোর্টের এপিপি এডভোকেট মোঃ শহীদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশন সিলেট বিভাগীয় নির্বাচন পর্যবেক্ষণ কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি নেতা ইসলাম উদ্দিন খান। এসময় অন্যান্যর মধ্যে হাজী আব্দুস সাত্তার এন্ড মরিয়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী মুসলিম খান, শ্রীপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি আপ্তাব উদ্দিন আহমদ, আব্দুল কদ্দুছ, হবতপুর গ্রামের ইউপি সদস্য সেলিম আহমদ, শিক্ষক নেতা আতাউর রহমান,ভীমখালি ইউপি বিএনপির আহবায়ক কমিটির সদস্য রোমেল হায়দার, বিশিষ্ট ক্রীড়াবিদ নুরুজ্জামান জুয়েল, মইনুল ইসলাম মাসুক, মোঃ আশরাফ উদ্দিন, শামসুল হক, মইন উদ্দিন,জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ফয়েজ আহমদ, রুয়েল মিয়া, ক্রীড়া সংগঠক মোঃ নূর উদ্দিন, সুনাফর মিয়া, জামাল উদ্দিন, সহীদ মিয়া, মুক্তার আলী, আব্দুল ওয়াহাব, আব্দুল কুদ্দুস, তাজ উদ্দিন ও রেনিক মিয়াসহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। প্রতিযোগীতার সার্বিক দায়িত্বে ছিলেন শাহীন আহমেদ, আলীম উদ্দীন,আফতাব উদদীন ও নজরুল হকসহ স্থানীয় হবতপুর গ্রামের ক্রীড়ামোদী ছাত্র যুবক এবং গণ্যমান্য সচেতন নাগরিকবৃন্দ। সভায় বক্তারা বলেন, তরুন ও যুবসমাজকে সকল প্রকার অপরাধমুক্ত রাখার লক্ষ্যে আমরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভলিবল খেলার আয়োজন করেছি। অপরাধমুক্ত সমাজ বিনির্মাণে সকলকে উৎসাহিত ও অনুপ্রাণীত করাই আমাদের লক্ষ্য। তৃনমূল পর্যায়ে এ ধরনের মহতি উদ্যোগে আমাদের যুবসমাজ যাতে আরো অগ্রগামী হয় সেজন্য এসকল টুর্নামেন্টের মধ্যে দিয়ে আমরা সমাজে উদাহরন সৃষ্টি করতে চাই। টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহন করে। দলগুলো হচ্ছে মুক্তাখাই ভলিবল টীম, চানপুর, গৌরারং, টুকেরগাঁও, শুকদেবপুর, আমড়িয়া, বালিজুরী, শ্রীপুর, হবতপুর ও সুনামগঞ্জ ভলিবল টীম ইত্যাদি। এর মধ্যে ফাইনালে অংশগ্রহন করে হবতপুর ও গৌরারং ভলিবল দল। সর্বশেষে স্বাগতিক হবতপুর গ্রাম ভলিবল ক্লাব জয়লাভ করে। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন।



























