‘১০০ বারও যদি বহিষ্কার করা হয় তারপরও আমি বিএনপি’
- Update Time : ০১:৩৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) হরিণ প্রতীকের প্রার্থী শাহ আলম বলেছেন, ১০০ বারও যদি বহিষ্কার করা হয় তারপরও আমি বিএনপি। শুক্রবার ফতুল্লায় পথসভায় তিনি এ কথা বলেন। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ফুঁসে ওঠেন বিএনপি ও জোটের নেতাকর্মীরা। জোটের নেতাকর্মীদের দাবি, শাহ আলম বিএনপির সহজ-সরল সাধারণ ভোটারদের বিব্রত করছেন এবং মিথ্যাচার করে উসকানিমূলক বক্তব্য দিয়ে নিজেকে উপস্থাপন করতে চাইছেন। তার মিথ্যাচার ধৈর্যের সীমা লঙ্ঘন করছে। পথসভায় শাহ আলম আরও বলেন, আমার মন থেকে বেগম খালেদা জিয়া বিএনপিকে মুছে ফেলতে পারবে না। আমরাই বিএনপি। আমার কর্মীদের ফোনে ও সামনা সামনি হুমকি দেওয়া হচ্ছে ১২ তারিখের পরে দেখে নেবে। গত ১৭ বছর বিএনপির জন্য কষ্ট করেছি আমার পাশে যাদের দেখতে পারছেন তারা সবাই বিএনপির নেতাকর্মী। আমার সঙ্গে যারা কাজ করতেছেন তারা সবাই বিএনপির নেতাকর্মী। দল জোটের স্বার্থে হয়তো কাউকে মনোনয়ন দিয়েছে; কিন্তু বিএনপির নেতাকর্মীরা ও এলাকাবাসী সেটা মন থেকে মেনে নিতে পারেনি। জনগণের স্বার্থে নেতাকর্মীদের দাবির মুখে নির্বাচন করতেছি। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, শাহ আলম দলের চেয়ারম্যানের আদেশ নির্দেশ অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করায় দল তাকে বহিষ্কার করেছে। এখন তার সঙ্গে যারা রয়েছেন তারা তার কারখানার শ্রমিক। বিএনপি ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মী জোটের প্রার্থী মনির হোসেন কাশেমীর সঙ্গে রয়েছেন।
ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার বলেন, ১৭ বছর বিএনপির জন্য অনেক কষ্ট করেছে শাহ আলমের এ দাবি একেবারেই মিথ্যা। তিনি ফতুল্লা থানা বিএনপির সভাপতি হওয়ায় নামে কিছু মামলা খেয়েছেন কিন্তু বাস্তবতায় তিনি এক মুহূর্তের জন্য আন্দোলন সংগ্রামে সড়কে দাঁড়ায়নি। বিএনপির সহজ-সরল সাধারণ ভোটারদের বিব্রত করতেই শাহ আলম নির্বাচনে দাঁড়িয়েছেন। শাহ আলম মিথ্যাচার করে উসকানিমুলক বক্তব্য দিয়ে নিজেকে উপস্থাপন করছেন। তার মিথ্যাচার ধৈর্যের সীমা লঙ্ঘন করছে।



























