সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময়
- Update Time : ১১:১৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
- / ১১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নির্বাচনের দিন সাংবাদিকদের দায়িত্ব পালন, আচরণবিধি এবং পেশাগত নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ.বি.এম. জাকির হোসেন। তিনি নির্বাচনের দিন আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং সাংবাদিকদের অবাধ তথ্য সংগ্রহে পুলিশি সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ এবং জেলা নির্বাচন অফিসার শুকুর মাহমুদ মিয়া। সভাপতির বক্তব্যে জেলা রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। তবে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে নির্বাচন কমিশন নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। তিনি আরও জানান, দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের জন্য দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনী পাস কার্ড বা পরিচয়পত্র ইস্যু করা হবে। মতবিনিময় সভায় জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিকরা নির্বাচনের দিন ভোটকেন্দ্রে প্রবেশ, সংবাদ প্রেরণ এবং ইন্টারনেট সংযোগসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

























