জগন্নাথপুরে আল্লামা মামুনুল হক রিকসা মার্কার নির্বাচনী জনসভায় আসছেন মঙ্গলবার
- Update Time : ০৬:২৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
- / ৬২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর রিকসা মার্কার সমর্থনে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টায় জগন্নাথপুরে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১০ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতা শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক। মঙ্গলবার দুপুর ১২টায় জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরীর রিকসা মার্কার সমর্থনে আল্লামা মামুনুল হক প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এদিকে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরীর রিকসা মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা সফলের লক্ষে সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সাবেক সহ সভাপতি মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, জগন্নাথপুর উপজেলার সভাপতি মাওলানা আবদুল মুনঈম শাহিন কামালী, সহ সভাপতি মাওলানা নুরুজ্জামান, সহ সভাপতি মাওলানা ওমর ফারুক, উপজেলা শ্রমিক মজলিস সাধারণ সম্পাদক ওলিউর রহমান চান মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তারেক আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলে রাব্বি মারুফ, মাওলানা সালমান আহমদ প্রমুখ। এসময় সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহিনুর পাশার চৌধুরীর রিকসা মার্কার সমর্থনে নির্বাচনী জনসভায় সর্বস্তরের জনগণকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।





















