০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চেনা বাঁশি অচেনা সুর : ইমামুল ইসলাম রানা

  • Update Time : ০৬:৩৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
  • / ১১ বার নিউজটি পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["shop"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

পুরোনো সেই বাঁশিটা ঠিক আগের মতোই,

দিকবিদিক রন্ধ্রে রন্ধ্রে লেগে আছে
সেই চেনা আঙুলের ছাপ।

বাতাসে শ্বাসে সেই চেনা ঘ্রাণ,
ফুঁ দিলেই বেরিয়ে আসে সেই নাম
যে সুর আমি আগে কখনো শুনিনি।

​স্মৃতির অলিগলি জুড়ে আজ এক অদ্ভুত কুয়াশা,
চেনা ভিড়ে অচেনা মুখগুলোর মিছিল।

অস্পষ্ট সুরে চেনা বাঁশি
তার স্পর্শে আজ বরফশীতল এক দূরত্ব।

​বাঁশির ছিদ্রগুলো তো সেই আগের
স্থান ভেদ করে জাগে সুরের মূর্ছনায়
সুরটা পালটে কোন জাদুমন্ত্রে?

নাকি বাঁশিটা ঠিকই আছে,
ভেতরকার বাতাসটাই আজ বড্ড এলোমেলো?

​আমরা সবাই হয়তো এক একটা চেনা বাঁশি,
যাদের ভেতরে প্রতিনিয়ত বেজে চলে—
এক একটা অচেনা সুরলিপি।

কবি: ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ- +880 1712-745419

এখানে ক্লিক করে শেয়ার করুণ

চেনা বাঁশি অচেনা সুর : ইমামুল ইসলাম রানা

Update Time : ০৬:৩৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

পুরোনো সেই বাঁশিটা ঠিক আগের মতোই,

দিকবিদিক রন্ধ্রে রন্ধ্রে লেগে আছে
সেই চেনা আঙুলের ছাপ।

বাতাসে শ্বাসে সেই চেনা ঘ্রাণ,
ফুঁ দিলেই বেরিয়ে আসে সেই নাম
যে সুর আমি আগে কখনো শুনিনি।

​স্মৃতির অলিগলি জুড়ে আজ এক অদ্ভুত কুয়াশা,
চেনা ভিড়ে অচেনা মুখগুলোর মিছিল।

অস্পষ্ট সুরে চেনা বাঁশি
তার স্পর্শে আজ বরফশীতল এক দূরত্ব।

​বাঁশির ছিদ্রগুলো তো সেই আগের
স্থান ভেদ করে জাগে সুরের মূর্ছনায়
সুরটা পালটে কোন জাদুমন্ত্রে?

নাকি বাঁশিটা ঠিকই আছে,
ভেতরকার বাতাসটাই আজ বড্ড এলোমেলো?

​আমরা সবাই হয়তো এক একটা চেনা বাঁশি,
যাদের ভেতরে প্রতিনিয়ত বেজে চলে—
এক একটা অচেনা সুরলিপি।

কবি: ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ- +880 1712-745419

এখানে ক্লিক করে শেয়ার করুণ