সিলেট-৫ আসনে খেলাফত মজলিস ও জামায়াতে ইসলামীর নির্বাচনী সমন্বয় কমিটির যৌথ সভা অনুষ্ঠিত
- Update Time : ০১:১৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬
- / ১৬ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের শরীক দল জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের যৌথ উদ্যোগে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের নির্বাচনী সমন্বয় কমিটির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮.০০ ঘটিকায় সিলেটস্থ হাজী কুদরত উল্লাহ মার্কেটের ২য় তলায় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা নায়েবে আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান। জামায়াতে ইসলামী সিলেট-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক উপাধ্যক্ষ সৈয়দ মাওলানা ফয়জুল্লাহ বাহারের সঞ্চালনার মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনের ইসলামী ও সমমনা ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি মাওলানা আবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সহ সভাপতি ও সিলেট-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা মুখলিছুর রহমান, জেলা সহসভাপতি মাওলানা আব্দুস সালাম, মহানগর সহসভাপতি মাওলানা শামছুদ্দীন মুহাম্মদ ইলিয়াস, আব্দুল হান্নান তাপাদার, জেলা সেক্রেটারী মাওলানা দিলওয়ার হোসাইন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ, খেলাফত মজলিস জেলা সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, জেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দীন খান, ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব সভাপতি আবু আইয়ুব মঞ্জু, সাবেক সভাপতি মারুফ আহমদ, কানাইঘাট উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা কামাল উদ্দিন, পৌরসভা আমীর মাওলানা আব্দুল করীম, জকিগঞ্জ উপজেলা সাবেক আমীর গোলাম রুকবানী চৌধুরী জাবেদ, উপজেলা নায়েবে আমীর মাস্টার ফয়সাল আহমদ, জকিগঞ্জ উপজেলা সেক্রেটারি সারওয়ার হোসাইন, কানাইঘাট উপজেলা সেক্রেটারি হাফিজ তাজ উদ্দিন, খেলাফত মজলিসের জকিগঞ্জ উপজেলা সেক্রেটারী মাওলানা আলাউদ্দিন তাপাদার, কানাইঘাট পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইন, সহকারী সেক্রেটারি জুবায়ের আহমদ ইউসুফ, মাস্টার এখলাছুর রহমান, যুবনেতা আবিদুর রহমান। সভায় আগামী নির্বাচনকে সফলভাবে পরিচালনার লক্ষ্যে একটি শক্তিশালী “পরিচালনা ও সমন্বয় কমিটি” ঘোষণা করা হয়। পাশাপাশি ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোট মনোনীত প্রার্থী মুফতি মাওলানা আবুল হাসানকে বিজয়ী করার লক্ষ্যে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সিলেট-৫ আসনের জনগণের দ্বারে দ্বারে গিয়ে জোটের বার্তা পৌঁছে দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারী দেওয়াল ঘড়ি মার্কার বিজয় নিশ্চিত করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।





















