০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে সম্মিলিতভাবে রুখে দেয়ার আহ্বান জামায়াত আমিরের

  • Update Time : ১১:০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬
  • / ২০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কেউ ভোট ডাকাতি করতে এলে তাকে সম্মিলিতভাবে রুখে দিতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সকলকে এক হয়ে লড়াই করার আহ্বান জানান তিনি। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে অনুষ্ঠিত ১০ দলীয় ঐক্যের জনসভায় তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, একটি দল ৫ বছর পরপর একবার দেখা দেয়। তারা বসন্তের কোকিল। বসন্ত এলে তারা কুহু কুহু করে। অন্য সময় তাদের খুঁজে পাওয়া যায় না। শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গকে ইচ্ছা করেই অনুন্নত ও পিছিয়ে রাখা হয়েছে। ক্ষমতায় গেলে কৃষিভিত্তিক শিল্প ও বন্ধ হওয়া চিনিকল চালু করবে জামায়াত। তিনি আরও বলেন, আমাদের কাছে কোনো কার্ড নেই। দেশের মানুষ আমাদের কার্ড। দেশের মানুষের ভালোবাসা নিয়ে দেশকে এগিয়ে নিতে চাই। দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে নারী ও পুরুষ সকলের হাতকে শক্তিশালী করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে সম্মিলিতভাবে রুখে দেয়ার আহ্বান জামায়াত আমিরের

Update Time : ১১:০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

ডেস্ক রিপোর্ট :: জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কেউ ভোট ডাকাতি করতে এলে তাকে সম্মিলিতভাবে রুখে দিতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সকলকে এক হয়ে লড়াই করার আহ্বান জানান তিনি। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে অনুষ্ঠিত ১০ দলীয় ঐক্যের জনসভায় তিনি এ কথা বলেন। জামায়াত আমির বলেন, একটি দল ৫ বছর পরপর একবার দেখা দেয়। তারা বসন্তের কোকিল। বসন্ত এলে তারা কুহু কুহু করে। অন্য সময় তাদের খুঁজে পাওয়া যায় না। শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গকে ইচ্ছা করেই অনুন্নত ও পিছিয়ে রাখা হয়েছে। ক্ষমতায় গেলে কৃষিভিত্তিক শিল্প ও বন্ধ হওয়া চিনিকল চালু করবে জামায়াত। তিনি আরও বলেন, আমাদের কাছে কোনো কার্ড নেই। দেশের মানুষ আমাদের কার্ড। দেশের মানুষের ভালোবাসা নিয়ে দেশকে এগিয়ে নিতে চাই। দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে নারী ও পুরুষ সকলের হাতকে শক্তিশালী করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ