শান্তিগঞ্জে ইরা’র প্রকল্প অবহিত করণ কর্মশালা
- Update Time : ০৯:১৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
- / ১৬ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ শান্তিগঞ্জে এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট (ইরা) কর্তৃক বাস্তবায়িত ‘মিউচুয়াল লার্নিং ফর ইমপ্রুভিং হেলথ এন্ড নিউট্রিশন সিনারিও’ প্রকল্প অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পর উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য এবং পুষ্টি খাতে দুইদেশের অভিজ্ঞতা বিনিময় ও পিছিয়ে পড়া জনগোষ্টির স্বাস্থ্য ও পুঁষ্টির উন্নয়ন।
বুধবার (২১ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে নরওয়েজিয়ান এজেন্সি ফর এক্সচেঞ্জ কোঅপারেশন (নোরেক) অর্থায়নে, প্রকল্প অবহিতকরণ কর্মশালায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসানের সভাপতিত্বে, ইরা সুনামগঞ্জের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার মো. ফজলুল করিম’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইরা সুনামগঞ্জের প্রোগ্রাম ডিরেক্টর মো. কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা ৫০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. নুরে আলম সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান, নেপাল থেকে আগত মেডিকেল অফিসার ডা. সুনিমা কর্মাচরিয়া ও নেপাল থেকে আগত পাবলিক হেলথ অফিসার শিতাল সাকিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার।
সভায় আরও বক্তব্য দেন সাতগাঁও জিবদাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ, গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ফোরামের সভাপতি রুহিতা বেগম ও জয়িতা দেব, সাতগাঁও জিবদাড়া উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ফোরামের সভাপতি নাজিয়া আক্তার, সংবাদকর্মী আবু সাঈদ, স্বেচ্ছাসেবী সুহেনা আক্তার সহ প্রমূখ।





















