‘দুলাভাই’র অপেক্ষায় সিলেট
- Update Time : ০২:১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬
- / ১৯ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: শ্বশুরবাড়ি সিলেটের দক্ষিণ সুরমায়। নিজেও সিলেটকে তাঁর ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে উল্লেখ করেছেন। সিলেটের তরুণরা তাকে ‘দুলাভাই’ আর মুরব্বীরা ‘জামাই’ হিসেবে সম্বোধন করছেন। ২০ বছর পর শ্বশুরবাড়ি পূণ্যভূমি সিলেটে আসছেন ‘দুলাভাই’ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মা বেগম খালেদা জিয়ার মতোই হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট থেকেই তিনি শুরু করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। বুধবার রাতে তিনি সিলেট যাবেন।
আর বৃহস্পতিবার তিনি মাজার জিয়ারতের পর নগরের সরকারি আলীয় মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। ‘সিলেটের জামাই’ তারেক রহমানকে বরণ করতে নগরজুড়ে এখন সাজসাজ রব। জনসভায় লাখো মানুষের উপস্থিতি আশা করছেন বিএনপি নেতারা।
বিএনপি সূত্র জানায়, প্রায় দুই দশক আগে ২০০৫ সালে সিলেটে গিয়েছিলেন তারেক রহমান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তিনি সিলেটে এসেছিলেন। জেলা স্টেডিয়ামে করেছিলেন ইউনিয়ন পর্যায়ে প্রতিনিধি সম্মেলন। এরপর কেটে গেছে ২০ বছর।
এর মধ্যে ১৭ বছর তিনি ছিলেন যুক্তরাজ্যে নির্বাসনে। দীর্ঘ নির্বার্সিত জীবন শেষে ২৫ ডিসেম্বর তিনি সিলেটে যাত্রাবিরতি দিয়ে ফিরেছিলেন। তখন তিনি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর আজ তিনি সিলেট যাচ্ছেন চেয়ারম্যান হিসেবে।
সূত্র জানায়, বুধবার রাতে তারেক রহমান আকাশপথে সিলেট যাবেন। পরদিন বৃহস্পতিবার সকালে তিনি অরাজনৈতিক তরুণদের সাথে বৈঠক করবেন। এরপর হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত শেষে যোগ দিবেন আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায়। জনসভায় তিনি নির্বাচনী দিকনির্দেশনামুলক বক্তব্যের পাশাপাশি সিলেট ও সুনামগঞ্জের বিএনপি ও জোটের শরীক প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন। পরে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন। পথিমধ্যে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জনসভায় বক্তব্য দিবেন। উভয় স্থানে দল ও জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন তারেক রহমান।
এদিকে, তারেক রহমানের আগমন উপলক্ষে সিলেট নগরজুড়ে বইছে সাজ সাজ রব। গতকাল মঙ্গলবার থেকে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সিলেট আসতে শুরু করেছেন। দুর থেকে আসা নেতাকর্মীদের থাকার জন্য বেশ কয়েকটি কমিউনিটি সেন্টার ভাড়া করা হয়েছে। জনসভাস্থল আলিয়া মাদ্রাসা মাঠেও টানানো হয়েছে তাবু।
সরেজমিনে আলিয়া মাদ্রাসা মাঠে গিয়ে দেখা গেছে, মঞ্চ তৈরি ও মাঠ প্রস্তুতের চূড়ান্ত কাজ চলছে। আজ দুপুরের মধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। এছাড়া তারেক রহমানের আগমন উপলক্ষে সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নির্মাণ করা হয়েছে তোরণ। সড়কের পাশে ও বিভিন্ন ভবনের উপর বিশাল বিশাল ব্যানার, বিলবোর্ড ও সাইনবোর্ড টানিয়ে নেতাকর্মীরা স্বাগত জানাচ্ছেন তারেক রহমানকে। বিশেষ করে আলিয়া মাদ্রাসা মাঠ সংলগ্ন চৌহাট্টা ও রিকাবিবাজার এলাকা ছেয়ে গেছে সাইনবোর্ড ও ব্যানারে।
তারেক রহমানের আগমন প্রসঙ্গে মঙ্গলবার সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী বলেন, ‘তারেক রহমানকে বরণ করতে জেলা ও মহানগর বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তারেক রহমান শুধু বিএনপির চেয়ারম্যান নন, তিনি সিলেটবাসীর পরমাত্মীয়। তার জনসভায় সাধারণ মানুষেরও ঢল নামবে।’
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘তারেক রহমান সিলেটের জামাই। তাকে ঘিরে সিলেটের মানুষের আগ্রহের শেষ নেই। সিলেট থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আগামীর বাংলাদেশ তিনি কিভাবে বিনির্মাণ করতে চান, সিলেটের জনসভা থেকেই তিনি সেই দিকনির্দেশনা দেবেন।’





















