লন্ডনে সড়ক দুর্ঘটনায় সিলেটি যুবকের মৃত্যু
- Update Time : ০৪:১৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬
- / ৩৪ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: যুক্তরাজ্যের লন্ডনে সড়ক দুর্ঘটনায় নাফিজুল হক শাকিল (২৩) নামে এক প্রবাসী সিলেটি যুবক নিহত হয়েছেন।
নিহত শাকিল কানাইঘাট উপজেলার গাছবাড়ি ব্রাহ্মণগ্রামের বাসিন্দা ফয়জুল করিমের ছেলে। তিনি ফুড ডেলিভারি চালক হিসেবে কাজ করতেন।
সোমবার স্থানীয় সময় রাত সোয়া ৯টার দিকে মারা যান। মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন একই এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী হাফিজ সোহেল আহমেদ।
গতবছর উচ্চ শিক্ষা অর্জনে লক্ষ্যে যুক্তরাজ্যে আসেন শাকিল। আর্থিক সংকটে পড়ালেখা সম্পন্ন করা হয়নি। পরে জীবিকার তাগিদে ফুড ডেলিভারি কাজে নিয়োজিত হয়ে পড়েন।
বুধবার (১৪ জানুয়ারি) লন্ডনের কর্মাশিয়াল রোডে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারের দরজা হুট করে খুলে ফেললে সাইকেল আরোহী শাকিল ধাক্কা খেয়ে মাটিতে লুটে পড়েন। পেছন থেকে আসা একটি লরি তার উপর দিয়ে চলে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।
পরে পুলিশ ও অ্যাম্বুলেন্স এসে তাকে হাসপাতালে নিয়ে যায়৷ ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি সোমবার রাতে মারা যান।
নিহত শাকিলের প্রতিবেশী প্রবাসী হাফিজ সোহেল আহমেদ বলেন, “পরিবারের লোকজনের সাথে আলাপ করে লাশ পাঠানো ও জানাজার নামাজের সময় নির্ধারণ করা হবে।”





















