০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুয়েকদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান

  • Update Time : ১১:১৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দুয়েকদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান। আমাদের চেয়ারপারসনের মৃত্যুতে পদটি শূন্য রয়েছে। তার শূন্যতা পূরণে তারেক রহমানকে এ পদে বসানো হবে।’ রোববার (৪ জানুয়ারি) সিলেটের উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, ‘বরাবরের মতো সিলেট থেকে এবারও নির্বাচনি প্রচারণা শুরু করবে বিএনপি। এ নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ, কারণ মানুষ দীর্ঘদিন ধরে তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। নির্বাচন নিয়ে মিডিয়া আশঙ্কা প্রকাশ করলেও দল হিসেবে বিএনপি শঙ্কা বোধ করছে না। প্রথম থেকেই নির্বাচন চেয়েছে বিএনপি।’ তিনি আরও বলেন, ‘নির্বাচন তার পথে এগিয়ে চলছে। সবার সহযোগিতায় নির্বাচন কমিশন এটি বাস্তবায়ন করবে। গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন বেগম খালেদা জিয়া। আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ হবে, তা ছিল খালেদা জিয়ার স্বপ্ন, সেই গঠনের আশাবাদ প্রকাশ করছি।’ মহাসচিব আরও বলেন, ‘যে সুযোগ আমরা পেয়েছি, সেটি কাজে লাগাতে হবে। আজকে সুযোগ এসেছে এবং আমাদের এটি কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে তৈরি হয় না, যেমন গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না।’ এর আগে বিকেল ৩টায় ইউএস-বাংলার একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর হযরত শাহজালাল মসজিদে আসরের নামাজ শেষে হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেন। সংক্ষিপ্ত সফরের অংশ হিসেবে তিনি হযরত শাহপরাণের (রহ.) মাজারেও জিয়ারত করবেন। রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দুয়েকদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান

Update Time : ১১:১৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬

ডেস্ক রিপোর্ট :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দুয়েকদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান। আমাদের চেয়ারপারসনের মৃত্যুতে পদটি শূন্য রয়েছে। তার শূন্যতা পূরণে তারেক রহমানকে এ পদে বসানো হবে।’ রোববার (৪ জানুয়ারি) সিলেটের উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, ‘বরাবরের মতো সিলেট থেকে এবারও নির্বাচনি প্রচারণা শুরু করবে বিএনপি। এ নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ, কারণ মানুষ দীর্ঘদিন ধরে তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। নির্বাচন নিয়ে মিডিয়া আশঙ্কা প্রকাশ করলেও দল হিসেবে বিএনপি শঙ্কা বোধ করছে না। প্রথম থেকেই নির্বাচন চেয়েছে বিএনপি।’ তিনি আরও বলেন, ‘নির্বাচন তার পথে এগিয়ে চলছে। সবার সহযোগিতায় নির্বাচন কমিশন এটি বাস্তবায়ন করবে। গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন বেগম খালেদা জিয়া। আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ হবে, তা ছিল খালেদা জিয়ার স্বপ্ন, সেই গঠনের আশাবাদ প্রকাশ করছি।’ মহাসচিব আরও বলেন, ‘যে সুযোগ আমরা পেয়েছি, সেটি কাজে লাগাতে হবে। আজকে সুযোগ এসেছে এবং আমাদের এটি কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে তৈরি হয় না, যেমন গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না।’ এর আগে বিকেল ৩টায় ইউএস-বাংলার একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর হযরত শাহজালাল মসজিদে আসরের নামাজ শেষে হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেন। সংক্ষিপ্ত সফরের অংশ হিসেবে তিনি হযরত শাহপরাণের (রহ.) মাজারেও জিয়ারত করবেন। রাতেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ