০৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

৮ দলের চূড়ান্ত ফয়সালা আটকে আছে: দুটি আসনে খেলাফত মজলিসের প্রার্থী চান- মামুনুল হক

  • Update Time : ০৪:২৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / ৭ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ৮ দলের সমাবেশে নতুন চমক নিয়ে সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে হাজির হয়েছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। ওই দিন বেলা ১১টার দিকে তিনি বিমানযোগে সিলেটে পৌঁছেন। পরে ছুটে যান সিলেটের বালাগঞ্জের গহরপুরে। আল্লামা নুরউদ্দিন গহরপুরী (রহ.) স্মৃতি বিজড়িত মাদ্রাসায়। সেখানে তিনি সুধী সমাবেশ করেন। আর এই সুধী সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসে আনুষ্ঠানিক যোগদান করেন গহরপুরী (রহ.) পুত্র ও বর্তমানে মাদ্রাসার মুহতামিম মুসলেহ উদ্দিন রাজু। যোগদানের পরপরই রাজুকে সিলেট-৩ আসনে প্রার্থী ঘোষণা করেন মাওলানা মামুনুল হক। সেই মাওলানা রাজুকে নিয়ে এবার ৮ দলের আসন ভাগবাটোয়ারায় চূড়ান্ত দেনদরবারে নেমেছেন দলের প্রধান। আট দলের নেতারা জানিয়েছেন-সিলেট-৩’র হিসেবে জেলায় ৮ দলের ভাগবাটোয়ারার চূড়ান্ত ফয়সালা আটকে আছে। হিসাব এখানে অনেক। আসনটিতে বিএনপি’র ভেতরে নানা প্রেডিকশন আছে। এ ছাড়া নতুন করে জাতীয় পার্টি থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে দলের প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিককে। এজন্য আসনটিতে প্রতিপক্ষ জোটের কর্মী-সমর্থকরা জয়ের সম্ভাবনা দেখছেন। ফলে আসন নিয়ে ৮ দলের মধ্যে টানাপড়েন শুরু হয়েছে। এ আসনে শক্তিশালী প্রার্থী হিসেবে ধরা হচ্ছে জামায়াত নেতা মাওলানা লোকমান আহমদকে। তিনি দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান। গণ-অভ্যুত্থানের পর থেকে মাঠে রয়েছেন। দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জের ভোটে তার শক্ত অবস্থান রয়েছে। এ দুটি উপজেলায় জামায়াতের উপজেলা চেয়ারম্যানরা ছিলেন। জামায়াতের পর এ আসনে শক্ত অবস্থান খেলাফত মজলিসের প্রার্থী সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসেন। কওমি মাদ্রাসা কেন্দ্রিক ভোট ছাড়াও এ আসনে দলের শক্তিশালী অবস্থান রয়েছে। এই প্রার্থীকে ডিঙিয়ে আসনে নবাগত নেতা হাফিজ মাওলানা রাজুকে প্রার্থী করা নিয়ে ৮ দলের ভেতরে নানা হিসাবনিকাশ চলছে। তবে মাওলানা মামুনুল হক এ আসন নিয়ে অনড় অবস্থানে। তিনি এ আসনে তার প্রার্থী চান।

বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট নগরের সভাপতি মাওলানা এমরান আলম জানিয়েছেন-আমীরে মজলিস সিলেট-৩ আসন নিয়ে শক্ত অবস্থানে রয়েছেন। বৃহস্পতিবার ঢাকায় কেন্দ্রীয় শূরা বৈঠকে এ আসন নিয়ে আলোচনা হয়েছে। আসনটি খেলাফত মজলিসই পাবে বলে আশাবাদী তিনি। জানিয়েছেন- সিলেটের ৬টি আসনের মধ্যে একটি আসনই খেলাফত মজলিস চেয়েছে। যদি সেটি ছাড় দেয়া হয় অন্য আসনে তাদের পক্ষ থেকে ছাড় দেয়া হতে পারে। এ আসনে আগেও প্রার্থী হয়েছিলেন মাওলানা রাজুর পিতা প্রখ্যাত আলেম আল্লামা নুরউদ্দিন গহরপুরী (র.)। অন্যদিকে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশাকেও ৮ দলের প্রার্থী হিসেবে চাইছেন মাওলানা মামুনুল হক। শাহীনুর পাশা চৌধুরী এ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকে জমিয়তের সঙ্গে টানাপড়েন শুরু হওয়ায় তিনি গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর। সিলেট-৩ আসনের মতো সুনামগঞ্জ-৩ আসনটি ছাড়তে চায়না বাংলাদেশ খেলাফত মজলিস।

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা শাহ মমশাদ আহমদ জানিয়েছেন-দলের প্রধান আমীরে মজলিস সিলেট-৩ ও সুনামগঞ্জ-৩ নিয়ে শক্ত অবস্থানে রয়েছেন। সমর্থন পেলে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরা ভোটযুদ্ধে চমক দেখাতে পারেন। এ কারণে মাওলানা মামুনুল হক এ দুটি আসনে খেলাফত মজলিসের প্রার্থী চান। তিনি বলেন- সিলেট অঞ্চলে বাংলাদেশ খেলাফত মজলিসের শক্তিশালী ভোট ব্যাংক ও অবস্থান রয়েছে। মরহুম প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান সংগঠনকে সিলেটের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। ফলে দুটি আসনে খেলাফত মজলিস প্রার্থীদের জয়ের সম্ভাবনা উজ্জল বলে জানান তিনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

৮ দলের চূড়ান্ত ফয়সালা আটকে আছে: দুটি আসনে খেলাফত মজলিসের প্রার্থী চান- মামুনুল হক

Update Time : ০৪:২৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

ডেস্ক রিপোর্ট :: ৮ দলের সমাবেশে নতুন চমক নিয়ে সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে হাজির হয়েছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। ওই দিন বেলা ১১টার দিকে তিনি বিমানযোগে সিলেটে পৌঁছেন। পরে ছুটে যান সিলেটের বালাগঞ্জের গহরপুরে। আল্লামা নুরউদ্দিন গহরপুরী (রহ.) স্মৃতি বিজড়িত মাদ্রাসায়। সেখানে তিনি সুধী সমাবেশ করেন। আর এই সুধী সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসে আনুষ্ঠানিক যোগদান করেন গহরপুরী (রহ.) পুত্র ও বর্তমানে মাদ্রাসার মুহতামিম মুসলেহ উদ্দিন রাজু। যোগদানের পরপরই রাজুকে সিলেট-৩ আসনে প্রার্থী ঘোষণা করেন মাওলানা মামুনুল হক। সেই মাওলানা রাজুকে নিয়ে এবার ৮ দলের আসন ভাগবাটোয়ারায় চূড়ান্ত দেনদরবারে নেমেছেন দলের প্রধান। আট দলের নেতারা জানিয়েছেন-সিলেট-৩’র হিসেবে জেলায় ৮ দলের ভাগবাটোয়ারার চূড়ান্ত ফয়সালা আটকে আছে। হিসাব এখানে অনেক। আসনটিতে বিএনপি’র ভেতরে নানা প্রেডিকশন আছে। এ ছাড়া নতুন করে জাতীয় পার্টি থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে দলের প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিককে। এজন্য আসনটিতে প্রতিপক্ষ জোটের কর্মী-সমর্থকরা জয়ের সম্ভাবনা দেখছেন। ফলে আসন নিয়ে ৮ দলের মধ্যে টানাপড়েন শুরু হয়েছে। এ আসনে শক্তিশালী প্রার্থী হিসেবে ধরা হচ্ছে জামায়াত নেতা মাওলানা লোকমান আহমদকে। তিনি দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান। গণ-অভ্যুত্থানের পর থেকে মাঠে রয়েছেন। দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জের ভোটে তার শক্ত অবস্থান রয়েছে। এ দুটি উপজেলায় জামায়াতের উপজেলা চেয়ারম্যানরা ছিলেন। জামায়াতের পর এ আসনে শক্ত অবস্থান খেলাফত মজলিসের প্রার্থী সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসেন। কওমি মাদ্রাসা কেন্দ্রিক ভোট ছাড়াও এ আসনে দলের শক্তিশালী অবস্থান রয়েছে। এই প্রার্থীকে ডিঙিয়ে আসনে নবাগত নেতা হাফিজ মাওলানা রাজুকে প্রার্থী করা নিয়ে ৮ দলের ভেতরে নানা হিসাবনিকাশ চলছে। তবে মাওলানা মামুনুল হক এ আসন নিয়ে অনড় অবস্থানে। তিনি এ আসনে তার প্রার্থী চান।

বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট নগরের সভাপতি মাওলানা এমরান আলম জানিয়েছেন-আমীরে মজলিস সিলেট-৩ আসন নিয়ে শক্ত অবস্থানে রয়েছেন। বৃহস্পতিবার ঢাকায় কেন্দ্রীয় শূরা বৈঠকে এ আসন নিয়ে আলোচনা হয়েছে। আসনটি খেলাফত মজলিসই পাবে বলে আশাবাদী তিনি। জানিয়েছেন- সিলেটের ৬টি আসনের মধ্যে একটি আসনই খেলাফত মজলিস চেয়েছে। যদি সেটি ছাড় দেয়া হয় অন্য আসনে তাদের পক্ষ থেকে ছাড় দেয়া হতে পারে। এ আসনে আগেও প্রার্থী হয়েছিলেন মাওলানা রাজুর পিতা প্রখ্যাত আলেম আল্লামা নুরউদ্দিন গহরপুরী (র.)। অন্যদিকে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশাকেও ৮ দলের প্রার্থী হিসেবে চাইছেন মাওলানা মামুনুল হক। শাহীনুর পাশা চৌধুরী এ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় থেকে জমিয়তের সঙ্গে টানাপড়েন শুরু হওয়ায় তিনি গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর। সিলেট-৩ আসনের মতো সুনামগঞ্জ-৩ আসনটি ছাড়তে চায়না বাংলাদেশ খেলাফত মজলিস।

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা শাহ মমশাদ আহমদ জানিয়েছেন-দলের প্রধান আমীরে মজলিস সিলেট-৩ ও সুনামগঞ্জ-৩ নিয়ে শক্ত অবস্থানে রয়েছেন। সমর্থন পেলে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরা ভোটযুদ্ধে চমক দেখাতে পারেন। এ কারণে মাওলানা মামুনুল হক এ দুটি আসনে খেলাফত মজলিসের প্রার্থী চান। তিনি বলেন- সিলেট অঞ্চলে বাংলাদেশ খেলাফত মজলিসের শক্তিশালী ভোট ব্যাংক ও অবস্থান রয়েছে। মরহুম প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান সংগঠনকে সিলেটের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। ফলে দুটি আসনে খেলাফত মজলিস প্রার্থীদের জয়ের সম্ভাবনা উজ্জল বলে জানান তিনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ