শান্তিগঞ্জে উজানীগাঁও গ্রামের যুব-সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
- Update Time : ০২:৫৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের যুব-সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উজানীগাঁও মাঝ পাড়া রুবেল মিয়ার বাড়ীর পাশে বাদ জোহর হতে মধ্যরাত পর্যন্ত ওয়াজ মাহফিলে জয়কলস মাখজানুল উলুম মাদ্রাসার সিনির শিক্ষক ক্বারী সিরাজুল ইসলাম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ ও বিশিষ্ট ব্যবসায়ী মইনুল ইসলামের যৌথ সভাপতিত্বে, মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করেন-শায়খুল হাদীস হযরত মাওলানা তাহির আহমদ জামলাবাদী। বিশেষ অতিথির বয়ান পেশ করেন মাওলানা হাবিবুল্লাহ জালালী সিলেট, মাওলানা আব্দুর রকিব বিশম্ভরপুরী, মাওলানা বিলাল আহমদ বেলালী পিরোজপুরী, মাওলানা জাকারিয়া আল-মাহমুদ সিলেট, মাওলানা নোমান আহমদ সালেহ মুহতামিম তালিমুদ দ্বীন স্কুল অ্যান্ড বালিকা মাদ্রাসা উজানীগাঁও, হাফিজ মাওলানা নাছির হোসাইন খতিব ও ইমাম উজানীগাঁও সহ এলাকার উলামায়ে কেরামগণ।

ওয়াজ মাহফিলে দুনিয়া ও আখেরাতের সূখ শান্তি ও কষ্টের বিষয়াবলী নসিহতমুলক মুসল্লিয়ানে কেরামদের সামনে উপস্থাপন করা হয়েছে। মধ্যেরাতে ওয়াজ মাহফিল শেষে এলাকার মুরদেগানদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদীস মাওলানা তাহির আহমদ জামলাবাদী।























