নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জমিয়ত প্রার্থী মুখলিছুর রহমান
- Update Time : ০১:৫৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জ-৪ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরী দলীয় সিদ্ধান্তের প্রতি পূর্ণ একাত্মতা পোষণ করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়েও রাষ্ট্র বড়।” যদিও আমাদের নেতাকর্মীসহ সবার প্রত্যাশা ছিল যে জোটের পক্ষ থেকে সুনামগঞ্জ-৪ আসনসহ আরও কয়েকটি আসন আমরা পাবো, তবুও দেশের বৃহত্তর স্বার্থ ও ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিয়ে দল বিএনপির সঙ্গে আসন সমঝোতার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখানে আসনের সংখ্যা মুখ্য বিষয় ছিল না; বরং জাতীয় স্বার্থ ও আদর্শের প্রশ্নই ছিল সর্বাগ্রে।
সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন থাকা সত্ত্বেও তিনি দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
তিনি আরও বলেন, নির্বাচন ছাড়াও জনগণের পাশে থাকার বহু উপায় রয়েছে। তিনি ২০১০ সাল থেকে সুনামগঞ্জ-৪ আসন তথা সদর ও বিশ্বম্ভরপুর এলাকায় উন্নয়নমূলক ও সেবামূলক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ, আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
নিজের নির্বাচনী গণসংযোগের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, জনগণের অভূতপূর্ব সাড়া ও ভালোবাসা তাঁর জীবনের এক অমূল্য সম্পদ। ভবিষ্যতে সুযোগ পেলে তিনি জনগণের খেদমতে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করতে প্রস্তুত থাকবেন।
এ সময় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তাঁর প্রিয় প্রবাসী ভাই-বোনদের প্রতিও বিশেষভাবে কৃতজ্ঞতা জানান, যারা নিয়মিতভাবে তাঁকে উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে আসছেন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “এটাই শেষ নির্বাচন নয়। তাই কেউ যেন মনোবল না হারান। আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে শক্ত প্রস্তুতি নিতে হবে।” তিনি সবাইকে ধৈর্য, সাহস ও সংগঠিত থাকার আহ্বান জানান।
সবশেষে তিনি বলেন, “আমি আগেও আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং আগামীতেও ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো।”























