সিলেট-২ আসনে তাহসিনা রুশদির ও মুনতাসির আলীর মনোনয়নপত্র সংগ্রহ
- Update Time : ০৭:৩৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির তাহসিনা রুশদির লুনা ও খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাসির আলী। এ সপ্তাহে মনোনয়নপত্র সংগ্রহ করবেন জামায়াতের অধ্যাপক মোঃ আব্দুল হান্নান।
দলীয় সূত্রে জানায়, গত ১৭ ডিসেম্বর সিলেট -২ আসনে বিশ্বনাথ উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির কাছ থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারই একান্ত সচিব মো. ময়নুল হক এবং মঙ্গলবার খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা উবায়দুল হক। অন্যদিকে, এই সপ্তাহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অধ্যাপক মো. আব্দুল হান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে বলে দলীয় সূত্র থেকে জানা গেছে। বাকিরাও এ সপ্তাহে মনোনয়নপত্র সংগ্রহ করবেন।























