০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চোখ করতে হবে সমান

  • Update Time : ০৮:১৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ

নতুনের কেতন,
পুরাতনের যতন,
হুজুগে যুগান,
অবুঝকে বুঝান।

নিজের বেলা ষোল আনা,
পরের বেলা সিকি আনা,
এক জায়গায় বাস,
স্বার্থের বেলায় কেন ঠাস ঠাস।

না বুঝে কি এক জায়গায় বাস,
অন্যের বেলায় কেন নিন্দার সার্কাস,
মুরুব্বীদের করলে সম্মান,
হতে হয়না অপমান।

চোখ করতে হবে সমান,
মন ভরে পাবে সম্মান,
নিজের বেলায় আছে ঈমান,
অন্যের বেলায় কেন বেঈমান।

দিন যাবে দিনের পথে,
হিংসা পরিহার গতে,
কাজে দেখাতে হবে বড় মন,
ভালোবাসায় ভরপুর হবে জীবন।

লেখক:- কাজী ও সাংবাদিক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

চোখ করতে হবে সমান

Update Time : ০৮:১৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ

নতুনের কেতন,
পুরাতনের যতন,
হুজুগে যুগান,
অবুঝকে বুঝান।

নিজের বেলা ষোল আনা,
পরের বেলা সিকি আনা,
এক জায়গায় বাস,
স্বার্থের বেলায় কেন ঠাস ঠাস।

না বুঝে কি এক জায়গায় বাস,
অন্যের বেলায় কেন নিন্দার সার্কাস,
মুরুব্বীদের করলে সম্মান,
হতে হয়না অপমান।

চোখ করতে হবে সমান,
মন ভরে পাবে সম্মান,
নিজের বেলায় আছে ঈমান,
অন্যের বেলায় কেন বেঈমান।

দিন যাবে দিনের পথে,
হিংসা পরিহার গতে,
কাজে দেখাতে হবে বড় মন,
ভালোবাসায় ভরপুর হবে জীবন।

লেখক:- কাজী ও সাংবাদিক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ